সহকর্মীবৃন্দ, আজ আমি উইকিমিডিয়া বাংলাদেশের নিজস্ব ডোমেইন নেম রেজিস্ট্রেশনের জন্য ঢাকার মগবাজারস্থ বিটিসিএল-এর টেলিফোন ভবন-এ গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত উদ্দেশ্য সফল হয় নি।
গতকাল মাহে আলম খান ও বেলায়েত ভাইয়ের কাছ থেকে প্রয়োজনীয় পূরণকৃত ফরম ও টাকা নিয়েও আজ বিটিসিএল-এর .org রেজিস্ট্রেশনের নতুন জানা নিয়মের কারণে কাজটি ব্যহত হয়েছে। সেখান থেকে আমাকে যেসকল লিখিত তথ্যাদি লাগবে বলে বলা হয়েছে, তা হচ্ছে—
- .org রেজিস্ট্রেশন শুধুমাত্র সংস্থার জন্য নির্দিষ্ট এবং উইকিমিডিয়া বাংলাদেশ একটি সংস্থা হওয়ায় সংস্থার প্রমাণ স্বরূপ এর অনুমোদন সংক্রান্ত কাগজপত্র লাগবে, যা সমাজকল্যাণ অধিদপ্তর বা অন্য কোনো প্রযোজ্য সরকারি সংস্থা হতে আনতে হবে। তাঁরা বিস্তারিত না বললেও আমার জানামতে তাঁরা সম্ভবত রেজিস্ট্রেশন নম্বর সহকারে ছাড়পত্র বা অনুমতিপত্রের কথা বলেছেন।
- ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে দরখাস্ত করতে হবে।
- ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য বিটিসিএল কর্তৃক সরবরাহকৃত ফরমের REGISTRANT INFORMATION অংশে অবশ্যই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা থাকতে হবে, এবং তার ঠিক নিচে CONTACT INFORMATION অংশে প্রতিষ্ঠানের পক্ষে যোগাযোগ রক্ষাকারীর নাম বা প্রতিষ্ঠানের মালিকের নাম দিতে হবে।
আপাতত এই তথ্যাদি সহ পুনরায় আমাদের আবেদন করতে হবে বলে মনে হচ্ছে। আপনারা এখানে আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানাতে পারেন, এবং আশা করছি এজেন্ডা হিসেবে এই ব্যাপারটা সামনের মিটিং-এ অন্তর্ভুক্ত হবে; গুরুত্বপূর্ণ সদস্যগণ উপস্থিত থাকবেন, এবং বিশদ আলোচনা ও সিদ্ধান্ত সেখান থেকে বেরিয়ে আসবে। সবাইকে ধন্যবাদ।
তানভির
উইকিমিডিয়া বাংলাদেশে
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
Windows Live:
Friends get your Flickr, Yelp, and Digg updates when they e-mail you.