সবাইকে শুভেচ্ছা। 

অবশেষে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য সংগ্রহ শুরু হয়েছে। 
উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে কাজ করতে আগ্রহি, সাধারণভাবে উইকি দর্শনে বিশ্বাসী যে কেও আমাদের ফাউন্ডেশনের সাধারণ সদস্য হতে পারবেন। সদ্যসের নানান ধরণ সম্পর্কে এখানে জানা যাবে

http://wikimedia.org.bd/member-registration/member-registration-rules

নিজের ধরণ নিশ্চিত হওয়ার পর সদস্য পদের জন্য আবেদন করা যাবে। সদস্যে হওয়ার বাৎসরিক ফী-  বয়স ১০-১৮ হলে ১০০ টাকা আর ১৮ এর বেশি হলে ৫০০ টাকা। এই টাকা প্রথমে ফাউন্ডেশনের ব্যাংক একাউন্টে জমা দিতে হবে। তারপর এই লিংকে গিয়ে নিজের সদস্যপদের আবেদন নিশ্চিত করার জন্য ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে।

http://wikimedia.org.bd/member-registration



সবাইকে ধন্যবাদ। 



--
Munir Hasan
http://www.munirhasan.com
Coordinator, Youth Programme, Prothom Alo
General Secretary, Bangladesh Open Source Network (BdOSN)
General Secretary, Bangladesh Mathematical Olympiad Committee (BdMOC)
Vice-President, Society for the Popularization of Science, Bangladesh (SPSB)
President, Wikimedia Bangladesh Foundation (WMBD)
Asoka Fellow. http://www.ashoka.org/fellow/munir-hasan