প্রিয় সুহৃদগণ,

গত ঢাকা উইকি মিটআপ ৮ এর প্রস্তাব এবং সিদ্ধান্ত মোতাবেক আমি এবং বন্ধুপ্রতিম অগ্রজ লেখক, গবেষক, সৌখিন আলোকচিত্রী রণদীপম বসু উইকিকমনসের জন্য মিরপুর এবং তৎসংলগ্ন এলাকার ছবি তোলার নিমিত্তে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পরিকল্পনা করেছি। এই পরিকল্পনা অনুযায়ী আমাদের প্রথম Photo Walk -এর জন্য আগামী ১৮ই ডিসেম্বর, ২০১০, শনিবারকে বেছে নেয়া হয়েছে। ওইদিন আমরা আগারগাঁও, শ্যামলী শিশুমেলা, মানিকমিয়া এভিনিউ, খামার বাড়ী, বিজয় স্মরণী, নির্বাচন কমিশন সচিবালয় হয়ে পুনরায় আগারগাঁও, এইভাবে বৃত্তাকারে হাঁটা এবং ছবি তোলার পরিকল্পনা করেছি। ছবি তোলার প্রাথমিক বিষয় বস্তু হচ্ছে বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, জাদুঘর, পার্ক এবং হাসপাতাল। এছাড়া উপরি হিসেবে থাকবে বিভিন্ন পেশাজীবি মানুষ এবং অন্যান্য তাৎক্ষণিকভাবে প্রাপ্ত গুরুত্বপুর্ণ এবং আর্ষনীয় ছবি।

ইতিমধ্যেই স্মৃতির ভিত্তিতে শুধুমাত্র স্থাপনাগুলোর যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে তাতে সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে ভ্রমণের সময় আমরা আরো কিছু স্থাপনা খুঁজে পাবো যা এই মুহুর্তে মনে পড়ছে না।

এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং আগ্রহী যে কেউই (ক্যামেরা থাকুক আর নাই থাকুক) আমাদের সাথে যোগ দেবার জন্য সাদরে আমন্ত্রিত। তাছাড়া আপনাদের আপনাদের সবার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং শুভকামনা উৎসাহ আকাঙ্ক্ষী।

যারা মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক তাদের সাথে দেখা হবে শনিবার সকাল ১০টায়, মিরপুর ১০ নম্বর গোল চত্বর (মুসলিম সুইটস এর সামনে) এবং যারা মিরপুরের বাইরে থেকে যোগ দিতে চান তাদের সাথে দেখা হতে পারে আগারগাঁও আবহাওয়া ভবনের সামনে সকাল সাড়ে ১০টায়। যেহেতু এটি সারাদিনের পরিকল্পনা, অতএব চার-পাঁচ ঘন্টা পায়ে হাঁটার মত মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকলে ভাল হবে। আরো তথ্য এবং যোগাযোগের নিমিত্তে ফোন নম্বর সংগ্রহের জন্য  shabab.mustafa@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

সকলকে ধন্যবাদ।
---
Shabab Mustafa