সদস্যবৃন্দ,
উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত অনলাইন সভার চতুর্থ সভাটি গত ১ অক্টোবর, ২০০৯ অনুষ্ঠিত হয়েছে। যাঁরা অংশগ্রহণ করতে পারেন নি; তাঁদেরকে [১] নং লিঙ্কে ক্লিক করে সভাটির মিটিং লগ ও সারসংক্ষেপ দেখে নিতে অনুরোধ করা হচ্ছে। অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত হওয়ায় সভাটি থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সভায় বেশ কিছু নতুন ও সুন্দর আইডিয়া এসেছে। আগ্রহীদের আলোচনাটির সারক্ষপ থেকে সেগুলো জেনে নেওয়ার অনুরোধ। আলোচিত বিষয়গুলো নিয়ে মেইলিং থ্রেডে এ সপ্তাহে মুক্ত আলোচনা ও আপনাদের মতামত আশা করা হচ্ছে। সেই সাথে আপনারা সামনের সভার জন্য আলোচ্য বিষয়ও (agenda) প্রস্তাব করতে পারেন। ধন্যবাদ।

[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-01


তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh


What can you do with the new Windows Live? Find out