@রাফি,

কনফারেন্সে হল বা রুম থাকে। সেখানে একটি মূল মঞ্চ বা পোডিয়াম থাকে যেখানে বক্তাগণ বক্তব্য রাখেন। কিছু চেয়ার টেবিল থাকে যেখানে অংশগ্রহণকারীরা বসে বক্তব্য বা আলোচনা শোনেন। মূল মঞ্চের বক্তব্য নিয়ে একটি টেবিলে বসা অংশগ্রহণকারীরা আবার নিজেদের মধ্যে ভাব বিনিময়, প্রতিক্রিয়া ব্যক্ত, পার্শ্ব-আলাপ ইত্যাদি করে থাকেন। কেউ রুমে ঢুকে যেমন নিজের পরিচিত কাউকে দেখলে সেই টেবিলে গিয়ে বসতে পারেন আবার অন্য টেবিলে গিয়ে তাদের সাথেও গিয়ে পরিচিত হতে পারেন বা সেই টেবিলের পার্শ্ব-আলাপে যোগ দিতে পারেন। অন্যদিকে মূল মঞ্চের সেশনগুলো চলমান থাকে এবং তালিকা অনুযায়ী একের পর এক বক্তা মূল মঞ্চে বক্তব্য দিতে থাকেন এবং ওই রুমে থাকা সকল টেবিলের সকল অংশগ্রহণকারী তা শুনতে পান।

অন্যদিকে বড় বড় কনফারেন্সে যেখানে বক্তা বা সেশনের সংখ্যা বেশি, সেখানে একই সাথে একাধিক রুম থাকে সেখানেও একই রকম ভাবে একের পর এক সেশন চলতে থাকে।

কনফারেন্সের একটি সূচিপত্র থাকে যেখানে কোন সময় কোন রুমে কি কি সেশন হচ্ছে তার তালিকা থাকে। অংশগ্রহণকারী তার নিজের ইচ্ছা এবং আগ্রহমত সূচি দেখে সঠিক সময় সঠিক রুম উপস্থিত হয়ে কোন একটি টেবিলের চেয়ার গিয়ে উপবেশন করে সেশন উপভোগ করেন।

কনফারেন্সের এই বৈশিষ্ঠ্যর সবই Remo তে আছে। আপনি যে এক টেবিলে ২০ জনের কথায় হতাশ হচ্ছেন তা হবার কোন কারণ দেখি না। কারণ একটি রুমে যদি ১০টি টেবিল থাকে আর প্রতিটিতে যদি ২০টি করে চেয়ার থাকে তাহলে রুমের ধারণ ক্ষমতা ২০০। আর সেশনগুলো টেবিল প্রতি হচ্ছে না, রুম প্রতি হচ্ছে। বাস্তব জগতে চাইলেই কোন রুমে‌ হঠাৎ করে আরো ৫-১০টি টেবিল যোগ করার স্থান সংকুলান নাও হতে পারে, কিন্তু ভার্চুয়াল রুমের সেই সীমাবদ্ধতা নেই। ফলে হতাশ হবার যৌক্তিক কোন কারণই নেই।

তাই সংশয়ে না থেকে নির্দ্বিধায় নিবন্ধন করুন এবং অংশগ্রহণ করুন।

Remo সম্পর্কে আরো চাক্ষুষ জানতে এই ভিডিওটি দেখতে পারেন: https://www.youtube.com/watch?v=O7hmoIe9Yxo

---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa


On Tue, 10 Aug 2021 at 18:56, Ankan Ghosh Dastider <ankanghoshdastider@gmail.com> wrote:
সুপ্রিয় রাফি,

তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিম্যানিয়ার জন্য নিবন্ধিত সবাইকে ইমেইলে প্রয়োজনীয় পদক্ষেপ জানিয়ে দেয়া হচ্ছে। তুমি যদি এখনো ইমেইল না পেয়ে থাকো, তবে অপেক্ষা করো — শীঘ্রই ইভেন্টব্রাইট (যার মাধ্যমে নিবন্ধন হচ্ছে) থেকে একটি ইমেইলে রেমো কীভাবে ব্যবহার করা যাবেসহ প্রাসঙ্গিক কিছু তথ্য জানিয়ে দেয়া হবে। আর উইকিম্যানিয়া নিয়ে জানতে মূল ওয়েবসাইটটি দেখতে পারো৷ সেখানে হালনাগাদকৃত তথ্য থাকবে। ওয়েবসাইট: https://wikimania.wikimedia.org/wiki/Wikimania

আর সেশনের রেকর্ডকৃত সংস্করণ পাওয়া যাবে পরবর্তীতে, আমি যতদূর জানি।


শুভেচ্ছান্তে,
অংকন

On Tue, 10 Aug 2021, 5:39 pm Mrb Rafi, <mrbrafi1971@gmail.com> wrote:
সুপ্রিয় অঙ্কন ভাইয়া,

উইকিম্যানিয়ার মতো আসরে বাংলাদেশ থেকে দুটো সেশন থাকছে এটি অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু কথা হলো আমি যতদূর দেখেছি, রেমোতে (যে প্লাটফর্মে এবারের উইকিম্যানিয়া আয়োজিত হবে) একটি টেবিলে ২০ জনের বেশি থাকতে পারবেনা। আসলে পুরো বিষয়টি নিয়ে আমি খুব বেশি কনফিডেন্ট নই; যেহেতু এই আয়োজনে আমি প্রথমবারের মতো থাকার চেষ্টা করবো, তাও সম্পূর্ণ নতুন একটি প্লাটফর্মে। এদিকে আমি উইকিম্যানিয়াতে কি কি আয়োজন হয়ে থাকে সাধারণত সেটি নিয়েও খুব বেশি কিছু জানিনা।

প্রশ্ন হলো সেশনগুলোয় অংশ নিতে আমাদের ঠিক কি করতে হবে এবং এর রেকর্ডিং পাওয়া যাবে কিনা পরে।

শুভকামনায়,
রাফি।

On Tue, Aug 10, 2021 at 12:41 AM Ankan Ghosh Dastider <ankanghoshdastider@gmail.com> wrote:
সুধী,

আনন্দের সাথে জানাতে চাই যে বিশ্বের উইকিমিডিয়ানদের সর্ববৃহৎ জমায়েত উইকিম্যানিয়ায় উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে জমা দেয়া মোট দুইটি সেশন নির্বাচিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী ১৩-১৭ আগস্ট বিশ্বজুড়ে উইকিমিডিয়া সম্প্রদায় তথা উইকিপিডিয়া, এর সহপ্রকল্প, ও অনুরূপ প্রকল্পের অবদানকারীদের নিয়ে আয়োজিত বৃহত্তম এ বার্ষিক সম্মেলনের ষোড়শ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনে।

সম্মেলনে আমাদের সেশন:
যথাক্রমে শাবাব মুস্তাফা ভাই ও আমি সেশন দুইটি উপস্থাপন করব।

উল্লেখ্য, উইকিম্যানিয়ায় অংশগ্রহণের জন্য নিবন্ধন শেষ হচ্ছে আগামী ১৩ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৯ মিনিটে (১২ আগস্ট ইউটিসি ২৩:৩৯)।

বিনামূল্যে নিবন্ধন করা যাবে এখানে: https://www.eventbrite.com/e/wikimania-2021-tickets-161884957265

আগ্রহীদের নিবন্ধন করার জন্য এবং উইকিম্যানিয়ার বিভিন্ন সেশনের পাশাপাশি আমাদের সেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।


শুভেচ্ছান্তে,
অংকন
--
অংকন ঘোষ দস্তিদার
সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org
_______________________________________________
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org
_______________________________________________
Wikimedia-BD-Members mailing list -- wikimedia-bd-members@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-members-leave@lists.wikimedia.org