@রাফি,
কনফারেন্সে হল বা রুম থাকে। সেখানে একটি মূল মঞ্চ বা পোডিয়াম থাকে যেখানে বক্তাগণ বক্তব্য রাখেন। কিছু চেয়ার টেবিল থাকে যেখানে অংশগ্রহণকারীরা বসে বক্তব্য বা আলোচনা শোনেন। মূল মঞ্চের বক্তব্য নিয়ে একটি টেবিলে বসা অংশগ্রহণকারীরা আবার নিজেদের মধ্যে ভাব বিনিময়, প্রতিক্রিয়া ব্যক্ত, পার্শ্ব-আলাপ ইত্যাদি করে থাকেন। কেউ রুমে ঢুকে যেমন নিজের পরিচিত কাউকে দেখলে সেই টেবিলে গিয়ে বসতে পারেন আবার অন্য টেবিলে গিয়ে তাদের সাথেও গিয়ে পরিচিত হতে পারেন বা সেই টেবিলের পার্শ্ব-আলাপে যোগ দিতে পারেন। অন্যদিকে মূল মঞ্চের সেশনগুলো চলমান থাকে এবং তালিকা অনুযায়ী একের পর এক বক্তা মূল মঞ্চে বক্তব্য দিতে থাকেন এবং ওই রুমে থাকা সকল টেবিলের সকল অংশগ্রহণকারী তা শুনতে পান।
অন্যদিকে বড় বড় কনফারেন্সে যেখানে বক্তা বা সেশনের সংখ্যা বেশি, সেখানে একই সাথে একাধিক রুম থাকে সেখানেও একই রকম ভাবে একের পর এক সেশন চলতে থাকে।
কনফারেন্সের একটি সূচিপত্র থাকে যেখানে কোন সময় কোন রুমে কি কি সেশন হচ্ছে তার তালিকা থাকে। অংশগ্রহণকারী তার নিজের ইচ্ছা এবং আগ্রহমত সূচি দেখে সঠিক সময় সঠিক রুম উপস্থিত হয়ে কোন একটি টেবিলের চেয়ার গিয়ে উপবেশন করে সেশন উপভোগ করেন।
কনফারেন্সের এই বৈশিষ্ঠ্যর সবই Remo তে আছে। আপনি যে এক টেবিলে ২০ জনের কথায় হতাশ হচ্ছেন তা হবার কোন কারণ দেখি না। কারণ একটি রুমে যদি ১০টি টেবিল থাকে আর প্রতিটিতে যদি ২০টি করে চেয়ার থাকে তাহলে রুমের ধারণ ক্ষমতা ২০০। আর সেশনগুলো টেবিল প্রতি হচ্ছে না, রুম প্রতি হচ্ছে। বাস্তব জগতে চাইলেই কোন রুমে হঠাৎ করে আরো ৫-১০টি টেবিল যোগ করার স্থান সংকুলান নাও হতে পারে, কিন্তু ভার্চুয়াল রুমের সেই সীমাবদ্ধতা নেই। ফলে হতাশ হবার যৌক্তিক কোন কারণই নেই।
তাই সংশয়ে না থেকে নির্দ্বিধায় নিবন্ধন করুন এবং অংশগ্রহণ করুন।
---
Shabab Mustafa
T. @tarunno
S. shabab.mustafa