প্রিয় জয়ন্ত দা,নাহিদ যদিও ইতোমধ্যে বলেছে, তারপরও আপনার অবগতির জন্য বলছি ট্রাস্টি নির্বাচন নিয়ে অন্যান্য দেশের স্থানীয় লিস্টে রীতিমত তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা হয়। উইকিমিডিয়া ফাউন্ডেশনের এ ধরণের নির্বাচনগুলোতে কাউকে পাবলিকলি এন্ডোর্স করা নতুন কোন বিষয় না। এক্ষেত্রে কারও নাম উল্লেখ না করে কিভাবে এ ধরণের আলোচনা করা যেতে পারে বা কাউকে প্রোমোট বা এন্ডোর্স করা যেতে পারে তা আমার বোধগম্য নয় - আপনার জানা থাকলে জানাবেন নিশ্চয়। অথচ আপনি একটা বিষয় ভালভাবে না জেনেই ইতোমধ্যে আমার মেইলকে ফিসিং বলে ফেলেছেন, যা আমি অবমাননাকর মনে করতেই পারি।নাহিদের মেইলের পরিপ্রেক্ষিতে আপনি আবার আপনার আপত্তির জায়গাটার কিছুটা ক্লারিফিকেশন দেবার চেষ্টা করলেন যে - কোন একজন প্রার্থীকে আমি শুভাকাংখী বললে অন্যরা শুভাকাংখী নয় এমনটা মনে হতে পারে!কিন্তু আমার মাথায় তো এমন নেগেটিভ চিন্তা আসে না - একজন লোককে ভাল বললাম, তার মানে তো এই না যে অন্যরা খারাপ বা আমি অন্যদের খারাপ মনে করছি! আপনি কেন এমনটা চিন্তা করলেন বলবেন কি?আপনার বিষয়টা আমি জানতে চাইছি এই কারণে যে, উইকিপিডিয়াতে assume good faith বলে একটা ব্যাপার আছে, যেটা সাধারন নীতি হিসেবে মেনে চলা হয়। আপনি যে কথাটা বলছেন যে, একজনকে ভাল বললে অন্যদেরকে খারাপ বলে ধরে নিতে হবে - এটা assume good faith নীতির একেবারে উল্টা, কেউ এ রকম চিন্তা করলে বলতে হবে সে উইকিপিডিয়ার মূল ব্যাপারটাই বোঝেনা এবং তাকে উইকিপিডিয়ার দরকারও নাই।তাহলে শেষে বাকি রইল দুইটা ব্যাপার, যেটা আপনি নিজেও বলেছেন। তারপরও জানতে চাইছি, আপনার মূল অসুবিধার জায়গা কি তাহলে - 'আমার বন্ধু স্হানীয়' এবং 'বাংলাদেশের শুভাকাংখী'??!!দুঃখিত একটু বড় মেইল দেবার জন্য।তন্ময়On May 7, 2017 1:38 AM, "Jayanta Nath" <jayantanth@gmail.com> wrote:নাহিদ,
আমি বলতে চেয়েছি, তন্ময়ভাই নির্দিষ্ঠ একজন ব্যক্তির হয়ে প্রচারণা করছেন। "পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং বাংলাদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।" আমার মূল আপত্তি এইলাইনটা নিয়েই। এই কথাটির অনেক রকম অর্থ প্রকাশ পাচ্ছে। এমন মনে হতেই পারে, অন্য সবাই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী নন। তাই এমন প্রচারণা করা উচিত নয় বলেই আমি মনে করি। আর ফাইন্ডেশন নিজেই বিভিন্ন মাধ্যমে এই ভোটের প্রচারণা করে এটা আমি জেনেই এখানে বলেছি।
2017-05-07 10:59 GMT+05:30 Nahid Sultan <nahid@wikimedia.org.bd>:জয়ন্ত দা,
আপনার কথাটি উইকিপিডিয়া এডমিনশীপের জন্য প্রযোজ্য ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি নির্বাচনের জন্য নয়। আপনি যদি খেয়াল করবেন সেক্ষেত্রে দেখবেন বোর্ড অব ট্রাস্টি নির্বাচনের জন্য রীতিমত সেন্ট্রাল ব্যানার দেওয়া হয়েছে সকল উইকিমিডিয়ার সাইটে বার্তা দেওয়া হয়েছে সকল, মেইলিং লিস্টে এবং আপনি ফেইসবুকে যেহেতু একট্ভিব সুতরাং সেখানেও দেখবেন উইকিপিডিয়ানরা নিজেদের পছন্দের লোকজনদের প্রোমোট করছে এবং এটি ভুল নয়! এখানে, যারা যোগ্য ভোটার তারা সবাই যাতে ভোট দেয় সেটি মেইক সিউড় করার জন্যও এরকম প্রচারণা চালানো হয়। বিভিন্ন সম্প্রদায় তাদের নিজেদের মেইলিং লিস্টে নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা করছে। সুতরাং
এবার, বাংলাদেশী সম্প্রদায়ের মেইলিং লিস্টে আমরা যদি নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা করি সেটি খারাপ কিছু নয়। এবং এটাকে আর যাই হোক ফিসিং কিন্তু বলে না!
ধন্যবাদ।
Nahid Sultan
User:NahidSultan on all Wikimedia Foundation's public wikis
Secretary, Wikimedia Bangladesh
Twitter: @nahidunlimited
From: Wikimedia-BD <wikimedia-bd-bounces@lists.wikimedia.org > on behalf of Jayanta Nath <jayantanth@gmail.com>
Sent: Sunday, May 7, 2017 10:45 AM
To: Discussion list for Bangladeshi Wikimedians
Cc: Private discussion list of Wikimedia Bangladesh Executive Committee and Operations Committee members
Subject: Re: [Wikimedia-BD] উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন প্রসংগেপ্রিয় তন্ময় ভাই,
আমি আপনার এই মেইলটার একটু বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। আমি কারুর হয়েই একটি পাবলিক মেইলে এই ভাবে প্রচারণা করতে পারেন না। এটা উচিত ও নয় বলে আমি মনে করি। এমনকি আপনি অন্য কোনো মাধ্যমেও ( এমনকি ফেসবুকেও) কারুর হযে প্রচার করতে পারেন না । আপনার জানা উচিত এটাকে ফিসিং বলে। আপনি ব্যক্তিগত মেইল করলে আমার কিছু বলার ছিল না।
দয়া করে বিষয়টিকে ব্যক্তিগত ভাবে নেবেন না। আর আমি যদি কিছু ভুল বলে থাকি। জানাবেন ।
ধন্যবাদ
জয়ন্ত
৭ মে, ২০১৭ ১:৩৬ am এ, "Tonmoy Khan" <tonmoy.du@gmail.com> লিখেছেন:
প্রিয় সবাই,
আপনারা অনেকে অবগত আছেন বর্তমানে উইকিমিডিয়া ফাউন্ডশনের ট্রাস্টি নির্বাচন চলছে এবং ভোট চলবে আগামী ১৪ মে পর্যন্ত। উইকিপিডিয়ার যে কোন নিয়মিত অবদানকারী এতে ভোট দিতে পারবেন। এ নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে পোল্যান্ডের Dariusz Jemielniak আমার বন্ধু স্থানীয় এবং বাংলাদেশের উইকিপিডিয়ানদের একজন শুভাকাংখী।
আপনারা যদি তাকে উপযুক্ত মনে করেন তবে তাকে আপনাদের মূল্যবান ভোট দিতে পারেন। অনলাইনে ভোট দিতে নিচের লিংকে ক্লিক করে ভোটিং পোর্টালে যেতে হবে এবং পছন্দের প্রার্থীর নামের পাশে সাপোর্ট অপশন সিলেক্ট করে সাবমিট করতে হবে।
ভোটিং পোর্টালের লিংক: https://meta.wikimedia.org/wiki/Special:SecurePoll/vot e/341
ধন্যবাদ
তন্ময়
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd