গত সভার মিটিংয়ের আলোচ্য বিষয়সমূহ নিয়ে এই থ্রেডে আলোচনা হবার কথা ছিল। কিন্তু তেমন কোন মেইল এখনো দেখা যাচ্ছে না। মিটিংয়ের সময় উপস্থিতি ভালো থাকলেও আমার মনে হয় মিটিং পরবর্তী অফলাইন (পরিভাষার প্রয়োজন আছে?) আলোচনা গুলোর গুরুত্ব সরাসরি মিটিংয়ের চাইতে বেশি।

যাই হোক আমি একটি বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করি। গত সভার শেষ দিকে মূলতঃ যে বিষয়টি নিয়ে কথা হয়েছে তা হল একটি বুকলেট। আমার যতদূর মনে পরে উইকির বিভিন্ন কর্মসূচিতে কিছু বুকলেট আমি আগেও দেখেছি। উইকির এসব বুকলেটে মূলতঃ উইকি কি সেটা সম্পর্কে একটা সাধারন ধারনা দেবার চেষ্টা করা হয়েছে। আমার যা মনে হয় কেবলমাত্র ধারনা দেবার চেষ্টা করে খুব একটা আগানো যাবেনা। কারন একজন পাঠক বড়জোড় বুকলেটটা পড়বেন এরপর কি করা যায় সে সম্পর্কে তিনি তেমন কিছু বুঝতে পারবেন না। একই ভাবে বুকলেটটির বিষয়বস্তু যদি উইকিমিডিয়া চ্যাপ্টারস হয় সেক্ষেত্রেও একজন নতুন পাঠক কেন উইকিমিডিয়া চ্যাপ্টারসে যোগদান করবেন সেটার ব্যাপারে একটা তাত্ত্বিক ব্যাখা ছাড়া খুব বেশি নির্দেশনা পাবেন না।

সুতরাং এই দিক নির্দেশনাগুলোর সাথে সাথে আমরা পাঠকদের যেনো একটা অনুপ্রেরণা দিতে পারি সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি বলতে চাচ্ছি আমরা প্রথমে একটা ছোট লক্ষ্য ঠিক করে সেটা অর্জন করার চেষ্টা করি। তারপর প্রচারনার সময় সেই অর্জিত লক্ষ্য আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। যেমন আমরা বিজ্ঞান, গণিত, বাংলাদেশের ইতিহাস এবং এরকম কিছু বিষয়ের নিবন্ধগুলোকে একটা চলনসই পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করি। যেহেতু উইকিমিডিয়া চ্যাপ্টারস এর কাজ নিবন্ধ তৈরি করা না, বরং একটা কমিউনিটি তৈরি করা বা কমিউনিটিকে কাজ করবার যথাযথ ভিত্তি প্রদান করা সেজন্য আমাদের প্রথম বিবেচ্য বিষয় হওয়া উচিত এরকম কিছু মানুষ খুঁজে বের করা যাদেরকে কোন রকম লাভের আশা ছাড়াই এই বিষয়গুলি নিয়ে নিবন্ধ লেখার জন্য অনুপ্রাণিত করা যাবে। এরকম মানুষ পাওয়া যাবে কোথায়? বিশ্ববিদ্যালয়, ব্লগার কমিউনিটি গুলোতে। কিংবা ম্যাথ অলিম্পিয়াড অথবা এরকম কর্মসূচির সাথে যারা জড়িত তাদের মাঝে। এরাই হয়ত আগেও নিবন্ধগুলো লিখতেন, কিন্তু নিজের আগ্রহে তেমন কোন লক্ষ্য ছাড়া। উইকিমিডিয়া চ্যাপ্টারস সম্পূর্ণরূপে গঠনের আগেই আমরা এই প্রচেষ্টা গুলোকে সংঘবদ্ধ করার একটা উদ্যোগ নিতে পারি। আমার মনে হয় এরকম কিছু প্রচেষ্টার সাফল্য চ্যাপ্টারস এর ধারনাকে মানুষের কাছে আরও সফলভাবে পৌঁছে দিতে পারবে।

যা লেখা হল সেটা একান্তই আমার ব্যাক্তিগত অভিমত। সম্ভবত তেমন একটা গুছিয়ে লিখতে পারিনি। তারপরও এটাকে সূত্র ধরে কোন ভালো পরিকল্পনা বের হয়ে আসুক সেটাই আশা করি।

ওয়াসিক মুরসালিন।

______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd


2009/9/11 Wasik Mursalin Rushafi <rushafi@gmail.com>
প্রথম আলোর লেখাটা ভালো হয়েছে। বেলায়েত ভাইকে ধন্যবাদ। কালকের আলোচনায় থাকার অনেক ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত একটা ঝামেলায় পড়ে আর থাকা হয়নি।

2009/9/11 নাসির খান সৈকত <nasir.khan@bdosn.org>

http://www.prothom-alo.net/V1/fcat.news.details.php?issuedate=2009-09-11&nid=NDQ1ODQ=&fid=MTg= এটি প্রথমআলোর মূল সাইট । ফন্ট এর জন্য লেখা পড়তে সমস্যা হলে প্রথমআলোর এই সাইটি http://www.eprothomalo.com/index.php?opt=view&page=27&date=2009-09-11 দেখতে পরেন ।



১১ সেপ্টেম্বর, ২০০৯ ৪:৫২ pm এ তে, jayanta nath <jayantanth@gmail.com> লিখেছে:
কালকের আমি থাকতে পারিনি। কলকাতাতে বিদ্যুৎ বিভ্রাট। আলোচনা তো ভালোই হয়েছে। আর প্রথম আলোর লিঙ্কটা পাওয়া যাবে?

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--

Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
www.nasirkhan.co.cc
nasir8891.wordpress.com



_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd