শুভ সংবাদ 


2014-06-10 23:31 GMT+06:00 Tonmoy Khan <tonmoy.du@gmail.com>:

প্রিয় সবাই,

আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের রেজিস্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। আমাদের নিবন্ধনের আবেদনটি ৯ জুন, ২০১৪ অনুমোদিত হয়েছে এবং আমি আজ (১০ জুন) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানিজ এন্ড ফার্মস, বাংলাদেশ – এর কার্যালয় থেকে আমাদের নিবন্ধন সনদ গ্রহন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের দাপ্তরিক নাম হবে উইকিমিডিয়া বাংলাদেশ ফাউন্ডেশন।

উইকিমিডিয়া বাংলাদেশের নিবন্ধনের কাজটি বেশ কঠিন ছিল, কেননা সোসাইটি হিসেবে নিবন্ধনের জন্য এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআই এর ছাড়পত্র, লাগে যেটা অনেক সময়ই পাওয়া যায়না। তবে প্রায় দুই বছরের চেষ্টায় আমরা শেষ পর্যন্ত সফলভাবে এই দুরুহ প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।

উইকিমিডিয়া ফাইন্ডেশনের স্হানীয় চ্যাপ্টার হিসেবে আমাদের যে যে কাজগুলো করতে হতো, এই নিবন্ধনের মাধ্যমের আমরা তার সবকটিই সম্পন্ন করতে পেরেছি। এবার নতুন উদ্যমে আমাদের কাজ শুরু করতে হবে এবং বাংলা উইকিপিডিয়াকে বিশ্বের সমৃদ্ধতম উইকিপিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা আমরা শুরু করেছি তা আরো এগিয়ে নিতে হবে। উইকিপিডিয়ার মুক্ত বিশ্বকোষ এবং অন্যান্য মুক্ত প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য জ্ঞানকে উন্মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য।

 

ধন্যবাদ

 

আলী হায়দার খান (তন্ময়)

কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশে ফাউন্ডেশন



Ali Haidar Khan (tOnmOy)
Treasurer
Wikimedia Bangladesh

"ভাবুনতো এমন এক পৃথিবীর কথা, যেখানে প্রতিটি মানুষ সমস্ত জ্ঞান বাধাহীন ভাবে আদান প্রদান করতে পারবে। এটাই আমাদের অঙ্গীকার।"


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd