সুধী,

প্রতিবছরই বিবিসি থেকে বিশ্বে অবদান রাখা ১০০ নারীদের নিয়ে একটি ধারাবাহিকের আয়োজন করা হয়। যেখানে, সাড়াদিন বিশ্বের বিভিন্ন দেশে বিবিসির উদ্যোগে নারীদের সমাজে অবদান সংশ্লিষ্ঠ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এটি বিবিসি ’১০০ নারী ধারাবাহিক’ নামে পরিচিত। এ বছর বিবিসি ও উইকিমিডিয়া যুক্তরাজ্যের উদ্যোগে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় স্ব-স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য নারীদের নিবন্ধ উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্প হাতে নেওয়া হয়। এতে বিভিন্ন ভাষার উইকিমিডিয়া সম্প্রদায় ও উক্ত অঞ্চলের বিবিসির মধ্যে একটি যৌথ এডিটাথন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয় ও এই এডিটাথনটি বৈশ্বিক ’বিবিসি ১০০ নারী এডিটাথনেরই’ একটি অংশ। বাংলাদেশে বাংলা উইকিপিডিয়ায় এই আয়োজনে সহয়তা করছে স্থানীয় উইকিমিডিয়া চ্যাপ্টার ’উইকিমিডিয়া বাংলাদেশ’ ও স্থানীয় বিবিসি ভাষার সংস্করণ ’বিবিসি বাংলা’।  



বাংলা উইকিপিডিয়া এডিটাথন পাতা ও বিস্তারিত: https://bn.wikipedia.org/s/915u

ধন্যবাদ।