​বট ব্যবহার করতে চাইলে লিনাক্স ব্যবহারকারী হতে হবে। কিন্তু প্রুফরিডিং বেশি জরুরী, এটা করা যাবে যে কোনো অপারেটিং সিস্টেমের ব্রাউজার থেকেই।
Nasir bhai, is it for Ubuntu only? Or can I install it in Windows? 

Palash Ranjan Sanyal
+18032617855
palashranjansanyal@gmail.com
skype: palashblog  

    


--
Nasir Khan Saikat
www.nasirkhn.com


2016-02-24 14:17 GMT+06:00 Nasir Khan <nasir8891@gmail.com>:
শুভেচ্ছা।

উইকিসংকলন একটি মুক্ত পাঠাগার। বাংলা ভাষায় প্রকাশিত এবং মুক্ত লাইসেন্সের অধিনে রয়েছে এমন সকল প্রকাশনা উইকিসংকলনে যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি আমরা [১]। উইকিপিডিয়া এবং উইকিসংকলন দুটি আলাদা প্রকল্প। উইকিপিডিয়াতে যতজন স্বেচ্ছাসেবক নিয়মিত অবদান রাখছেন তার তুলনায় উইকিসংকলনের অবদানকারীর সংখ্যা খুবই কম। কিন্তু এই সংখ্যাটি আরও বেশি হওয়া প্রয়োজন।

সম্প্রতি উইকিসংকলনের নির্ঘন্ট পাতাগুলো [২] ওসিআর বট ব্যবহার করে স্ক্যান করা পাতাগুলো লেখা হিসাবে তৈরীর কাজ করছি আমরা কয়েকজন স্বেচ্ছাসেবক[৩]। আপনি চাইলে আমাদের এই কাজে যোগ দিতে পারেন, বিস্তারিত পদ্ধতিটি এই পোস্ট থেকে জানতে পারেবেন[৪]।

বট দিয়ে তৈরী করা এই পাতাগুলো সম্পূর্ণ নয়। এই পাতাগুলো প্রুফরিডিং এর প্রয়োজন আছে। প্রুফরিডিং হয়নি এমন পাতার সংখ্যা ১লক্ষের বেশি। এই কাজটি উইকির অন্যান্য প্রকল্পে অবদান রাখা থেকে সহজ। স্ক্যান করা ছবির সাথে লেখাগুলো মিলিয়ে নিতে হবে। প্রয়োজন অনুয়ায়ী কিছু হয়তো সংশোধন করতে হতে পারে।

প্রুফরিডিং কাজটি করার জন্য প্রচুর স্বেচ্ছাসেবকের অংশগ্রহন জরুরী। বর্তমানে ১লক্ষ পাতা প্রুফরিডিং বাকি রয়েছে, এই সংখ্যাটি ক্রমশ বাড়ছে কারণ নতুন নতুন বই থেকে টেক্সট তৈরী করা হচ্ছে। নতুন পাতাগুলো বট যুক্ত করছে আর প্রুফরিডিং করতে হবে আমাদেরকে। আমাদের সকলের অংশগ্রহনের মাধ্যমে আমরা বাংলা উইকিসংকলন আরও সমৃদ্ধ করতে পারবো।

এই কাজে যুক্ত হওয়ার জন্য কোনো সাহায্য প্রয়োজন হলে এখানে জানাতে পারেন। আর একাধিক লিস্টে একই ইমেইল পাঠানোর জন্য দুঃখিত।

ধন্যবাদ
নাসির খান
user:nasirkhan


--
Nasir Khan Saikat
www.nasirkhn.com