আমিও তানভিরের সাথে একমত। এখন সময় হয়েছে  বাংলা উইকিপিডিয়ার জন্য নিজস্ব নীতিমালা তৈরি করার। আমাদের নিজস্ব পন্থায় এগিয়ে যেতে হবে। তবেই সাফল্য আসবে।  তন্ময়

On Aug 15, 2012 1:53 PM, "Tanweer Morshed" <wiki.tanweer@gmail.com> wrote:
ধন্যবাদ তানভির ভাইকে এরকম একটা সফল পাঠক জরিপ পরিচালনার জন্য। এতে স্পষ্টভাবে ফূটে উঠেছে বাংলা উইকির উন্নয়নের পথে বাধাসমূহ। এগুলোকে অ্যাড্রেস করে এগিয়ে যেতে পারলে বাংলা উইকি নিঃসন্দেহে সমৃদ্ধ হয়ে উঠবে।
আমার একটা ব্যক্তিগত মতামত; জরিপ অনুযায়ী বাংলা উইকিতে নতুন অবদানকারীদের অবদানের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল বাংলা উইকির নীতিমালা সম্বলিত পৃষ্ঠাগুলি। এসব নীতিমালাগুলো হুবহু ইংরেজি উইকি থেকে অনুবাদকৃত। ইংরেজি উইকি আকারে বিশাল এবং তার কর্মপদ্ধতি-নিজঃস্ব নীতিমাল অনেক বেশি জটিল যা মোটেও কিংবা অনেকক্ষেত্রেই বাংলা উইকির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলা উইকি আকারে বেশ ছোট এবং এখানে অবদানকারীর সংখ্যাও ইংলিশ উইকি থেকে অনেক কম বলে এখানকার কাজের পরিবেশ ইংলিশ উইকি থেকে ভিন্ন ও সরল।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে, বাংলা উকিপিডিয়ার কাজের পরিবেশ এবং সার্বিক দিকসমূহ বিবেচনা করে নীতিমালাসমূহ পুনসজ্জিত বা প্রয়োজনে নতুনভাবে তৈরি করা প্রয়োজন। এ নীতিমালাগুলি উইকিপিডিয়ার মূল লক্ষ্য ও আদর্শকে অবশ্যই প্রতিফলিত করবে। আপনাদের কী মতামত??

Regards-
Tanweer Morshed 

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd