2010/12/31 Siraj Shahjahan <siraj@machizo.com>
Dear Belayet bhai,

I have thanks for Wiki to publish huge content. My quick feedback, Wiki should more concern about the quality of content.

We should not prove , "Shostar Baro Obostha". You know now worldwide photo journalism / Journalism is getting more popular for internet intervention.  Thousands of pages are creating every day. But some time we are all may face disturbance with the junk content.

My request please before upload any photo or video or text please check the quality with a editing. ( I am saying about editing not about censorship ).

However all of you understand what I mean.

My love and pray for best success of Wiki in Bangladesh

Happy New Year to All.

Siraj

------------------------
Shahjahan Siraj
Director, Machizo Multimedia Communication

House- 35, Flat-D5, Road-12 A ( new ), Dhanmondi R/A, Dhaka - 1209, Bangladesh
E:
siraj@machizo.com , M: + 88-01715212204 P:+88-02-9119846
Skype: sirajtps | Social Network: sirajdhaka | 
http://www.machizo.com

Web | Audio Visuals | ICT4D | Social Media | Journalism

এই নগরে বছরের শেষ দিনটা, বেশ কিছু মানুষ - কি উপায়ে, কি লক্ষ্য নিয়ে উদযাপন করে - তা আমরা সকলেই কম বেশী জানি। পক্ষান্তরে, এমন এই দিনটি কয়েকজন দিয়ে দিলেন উইকিপিডিয়াকে। সস্তায় নয়, বিনামূল্যে। বছরের শেষ দিনটি তারা স্মরনীয় করে রাখলেন। ভবিষ্যতে, তারা বলতে পারবেন - আজকে কি করেছিলেন।

শ্রদ্ধা নিয়ে বলছি, আপনি তাদের প্রচেষ্টাকে অসম্মান করেছেন। যারা আজকে সারাদিন রাস্তায় হেঁটে - ছবি তুলেছেন, প্রায় সকলে এই মেইলিং লি্স্টে আপনার মেইলটি পড়বে। তাদের মনের কি অবস্থা চিন্তা করেছেন একবারও? হয়তো তারা মনে মনে বলবে, নাহ আর তুলবো না।

না জনাব, এমনটি করবেন না। কুইক ফিডব্যাক দিবেন না। কুইক উৎসাহ দিন। তারপর, ধীরে সুস্থে ছবি গুলো দেখে, আপনার পেশাদারী দৃষ্টিতে ধরা পরা ভুল বা অন্যায় চতুরতার সহিত বাতলে দিন, যেন সামনে ওয়ালা পার্টি মনে কষ্ট না পায়।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সার্ভারে, জায়গার অভাব নেই। সকল ছবি আপলোড করা হবে, প্রায় কোনরকম সম্পাদনা ব্যতিরেকে। তারপর, বিভিন্ন নিবন্ধে প্রয়োজনী ও মানসম্পন্ন ছবিগুলো সংযুক্ত করা হবে। যেন নিবন্ধগুলো জাংক না হয়। আর যদি জাংক হয় তাহলে, শুদ্ধ করার অবকাশ আজীবন উন্মুক্ত থাকে।

আমরা চেষ্টা করি, আমাদের তোলা ছবি যেন উইকিমিডিয়া কমন্সে ফিচার ছবি হিসেবে গৃহিত হয়। আর এজন্য আমরা এটি http://commons.wikimedia.org/wiki/Commons:Image_guidelines মেনে চলার চেষ্টা করি।

শাবাব যেমনটা বলেছে, আমাদের কেউ শেখালে হয়তো, আমরা ফিচারড ছবি তুলতে পারবো। আমরা ভাল মানের ছবি তোলা শিখতে চাই, কোনদিন কেউ যেন বলতে না পারে - আমাদের হাতে গুণ নাই। :) 

সারাদিন মনটা ভাল ছিলো। এখন মনটা খারাপ।

শুভেচ্ছান্তে
mak_