"বাংলা"কে ইংরেজি ভাষায় Bengali বলা হয়।  আমরা বাংলা শব্দগুলি ইংরেজি অক্ষর দিয়ে উচ্চারণ অনুযায়ি লেখার চেষ্ঠা করি যার ফলে Bangla শব্দটি সঠিক মনে হচ্ছে। যেমন বাংলা "আমি" শব্দটি আমরা মাঝে মাঝেই "ami" দিয়ে লিখে থাকি, এখানেও একই ধরনের প্রশ্ন মনে আসতে পারে যে "আমি"(ami)-কে "I/myself" বানাইলো কে?

আমারও তে English কে ইংরেজি বলি। কিন্তু  English এ Engragi লিখি কি? ওরা ওদের ভাষায় যা বলবে বলুক। আমাদের ভাষা তো বাংলা। আমরা Bengali বলবো কেন?

আর ওরাই বাংলাকে কেন Bengali যেমন বলে আমরা তেমন English কে ইংরেজি বলি। এটা হল আন্চলিক ভাষা।  আমাদের সংবিধানে লেখা আছে Bangla, আর আমার সেখানে Bengali বলার তো কোন মানে দেখি না।


এ বিষয়ে একটি আলোচনা:
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=44&t=4386&start=0

রেফারেন্স:
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=44&t=4386&sid=a213a59f4768e21c5660f8748cf359a6&start=10#p36117