শুরুতেই দু:খিত অনেক বড় মেইল লিখে ফেলার জন্য..
প্রিয় সবাই,
খুশির খবর.. আমাদের বাংলা উইকিপিডিয়ার সক্রিয় প্রশাসক নাহিদ সুলতান এবার উইকিমিডিয়া কমন্সের প্রশাসক নির্বাচিত হয়েছেন (
http://www.prothom-alo.com/technology/article/230245)। খবরটা পেয়ে খুবই ভালো লাগলো..আমাদের উইকিপিডিয়ানরা এখন উইকিমিডিয়ার নানা ধরনের প্রকল্প ছাড়াও উইকিমিডিয়া ফাউন্ডেশন সংশ্লিষ্ঠ বিভিন্ন কমিটিতেও কাজ করছেন..এটা সত্যিকার ভাবেই দারুন খবর..
নাহিদের সংবাদটা লেখার আগে আমি জানতাম না এর আগে আমাদের আরেক বুরোক্র্যাট ও প্রশাসক তানভিরও কমন্সের একজন প্রশাসক! শুধু তাই নয়, নাহিদ প্রশাসক হওয়ার আগে কমন্সের ওটিআরএস সদস্য হয়েছিল..এর আগে হয়েছিল তানভির! আমার মনে হয় আমাদের সক্রিয় উইকিপিডিয়ানরা যে বিভিন্ন প্রকল্পে কাজ করছেন সেটি অনেকেই জানেন না..প্রশাসক হওয়া, ফাউন্ডেশনের বিভিন্ন কমিটিতে কাজ করা, এসব বিষয়গুলোকে খাটো করে দেখার কোন কারণ নেই..এটি উইকিপিডিয়ানদের কাজের একটা স্বীকৃতি বলা যায়..ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করি এ ধরনের অর্জনগুলো হলে সেটার সংবাদ প্রকাশ করতে..সবগুলো যে পেরেছি কিংবা পারছি তা কিন্তু নয়..তবে আমি চেষ্টা করি..খবর পেলেই অন্তত একটা সংবাদ প্রকাশ করতে..
আমার মনে হয় আমাদের পুরোনো উইকিপিডিয়ানদের পাশাপাশি নতুনদেরও এ অর্জনগুলোর খবর জানা উচিত। তাহলে নিজ ভাষার উইকিপিডিয়া সমৃদ্ধের পাশাপাশি অন্যান্য কাজেও তাঁরা উৎসাহিত হবেন। আরেকটা ব্যাপার আমার মনে হয় বলা উচিত এবং সেটা আমার একান্ত ব্যক্তিগত..আমার জানা মতে, এখন পর্যন্ত যারাই যা অর্জন করেছেন নিজের উদ্যোগে..এক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই নির্বাচিত হয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না..তবে যারাই যে কাজে যুক্ত আছেন তাঁরাই কেমন যেমন নিজে যুক্ত হয়েই একা কাজ করার সংকল্প নিয়েছেন মনে হয়..এটা কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত..দয়া করে এটা না করে আপনার কমিউনিটির কেউ যদিও উক্ত কাজে আগ্রহী হয় তাকেও সাহায্য করুন..এটা আমাদের সামগ্রিক বাংলা উইকিপিডিয়া কমিউনিটির জন্যই ভালো..সবার জন্য শুভকামনা..
**আমাদের উইকিপিডিয়ানদের কিছু অর্জন (যতগুলো আমি জানি) এখানে যুক্ত করলাম.. [প্রশাসক কিংবা বুরোক্র্যাট ছাড়াও যারা উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্প, ফাউন্ডেশন কমিটিতে যুক্ত আছেন তাদেরকেই এ তালিকায় যুক্ত করেছি]
* মুনির হাসান, সভাপতি, উইকিমিডিয়া বাংলাদেশ এবং সাধারণ সম্পাদক, বিডিওএসএন এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি
* রাগিব হাসান, বুরোক্র্যাট ও প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং প্রশাসক, ইংরেজি উইকিপিডিয়া
* বেলায়েত হোসেন, বুরোক্র্যাট ও প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং প্রশাসক, উইকি সোর্স
সদস্য, ইন্ডিভিজ্যুয়াল এংগেজমেন্ট কমিটি (আইইজি), উইকিমিডিয়া ফাউন্ডেশন
* জয়ন্ত নাথ, প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং নির্বাহি সদস্য, উইকিমিডিয়া ইন্ডিয়া। সদস্য, ইন্ডিভিজ্যুয়াল এংগেজমেন্ট কমিটি (আইইজি), উইকিমিডিয়া ফাউন্ডেশন
* তানভির রহমান, স্টুয়ার্ড, বুরোক্র্যাট ও প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং প্রশাসক, উইকিমিডিয়া কমন্স, সদস্য, অ্যাফেলিয়েশন কমিটি, উইকিমিডিয়া ফাউন্ডেশন
* আলি হায়দার খান (তন্ময়), ভাইস চেয়ার, ফান্ড ডিসক্রিমিনেশন কমিটি (এফডিসি), উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশ
* নাসির খান সৈকত, প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং নির্বাহী সদস্য, উইকিমিডিয়া বাংলাদেশ। উইকি হ্যাকেথনে অংশ নেয়া প্রথম বাংলা উইকিপিডিয়ান।
* নুরুন্নবী চৌধুরী হাছিব, প্রশাসক, বাংলা উইকিপিডিয়া এবং সদস্য, ইন্ডিভিজ্যুয়াল এংগেজমেন্ট কমিটি (আইইজি), উইকিমিডিয়া ফাউন্ডেশন।
* নাহিদ সুলতান, প্রশাসক বাংলা উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া কমন্স।
(আরো কেউ থাকলে চাইলেই কেউ যোগ করতে পারেন)
এটা কিন্তু কোন মাপকাঠি নয়। সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে আমার করা। আমার মনে হয় আমাদের অনেকেই এ বিষয়গুলো জানেন না। তাদের জানানো এবং নতুনদের অবদানের পাশাপাশি উৎসাহিত করতে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। কারণ সম্প্রতি রাগিব ভাইয়ের সঙ্গে আড্ডায় তিনি একটা বিষয় বলেছেন, একা শুরু করে কাজ করলে বেশি দূর যাওয়া যায় না..অনেককে সঙ্গে নিয়ে এগিয়ে গেলে দারুন কিছু হয় যায় আমরা ৩০ হাজার নিবন্ধ দিয়ে ইতিমধ্যে প্রমাণ করেছি।
শুভ কামনা থাকলো নাহিদের জন্য..:)
--