দুঃখিত। ২৮০০-৩৬০০; ৩৬০০০ নয়। আর আমরা নিয়মিত উইকিপিডিয়ানরা উইকিপিডিয়ার পাতায় এ বিষয় নিয়ে আলোচনা করে একটা প্রকল্প খুলি। সেখানে নাম নিবন্ধ করি; ও কাজ শুরু করতে পারি। আন্তরিক হলে; আর একটু সময় দিলে এটা খুবই সম্ভব। আমা দৃঢ় বিশ্বাস এটাই। আর কেউ না করুক অন্তত আমি এটা করবো বলে দৃঢ়ভাবে আশা প্রকাশ করছি। অন্য কেউ ভালো মতামত পেলে অনুগ্রহপূর্বক শেয়ার করুন।


তানভির


From: wikitanvir@hotmail.com
To: wikimedia-bd@lists.wikimedia.org
Date: Fri, 20 Nov 2009 19:41:46 +1100
Subject: Re: [Wikimedia-BD] দক্ষিণ এশীয় ভাষা সমূহের উইকিপিডিয়াসমূহের আঞ্চলিক বিশ্লেষণ

আচ্ছা; গণ অপসারণের পক্ষে আমি নই। তবে আমার মনে হয় যে ৪/৫ জন আমরা উইকিতে খুব নিয়মিত তাঁরা সবাই মিলে দিতে ৮/১০টা নতুন নিবন্ধ দুই প্যারাসহ তৈরি করি। শুধু ইংরেজি থেকে অনুবাদ, আর কিছু না। আমাদের পছন্দমতো ধরবো। ভূমিকার দুই প্যারা করে ছেড়ে দেবো, শেষ। তাহলে বছরে ২৮০০-৩৬০০০ নিবন্ধ হবে; আমরা বছর খানেকের আগেই এ ঘানি উতরে যেতে পারবো। আর একই সাথে মাসের শেষে তাল রেখে গণহারে খালি নিবন্ধ মুছতে পারি। পারহেড ২টা নতুন নিবন্ধ তৈরি করতে হবে। আমার মনে হয় আধাঘন্টা-৪৫ মিনিট লাগবে এটা করতে। আমি জানি না রাগিব ভাই যে দূর্যোগটার কথা বললেন, তা কাটিয়ে ওঠার কোনো লিমিট আছে কি না, তবে আমি বিশ্বাস করি সবদিক ঠিক রেখে এটাই সবচেয়ে ভালো উপায়। আমরা কাজটা শুরু করি। যদি একজন তার কাঙ্ক্ষিত লিমিট ১/২দিন পূরণে ব্যর্থ হয় তবে সময় পেলে তিনি একসাথে ৪/৫টা করে রাখলেন। আমরা খুব সিনসিয়ার হলে এক বছরের আগেই এ থেকে মুক্ত হতে পারি। আর মোটামুটি সিনসিয়ার হলে ১ বছর। আমার ব্যক্তিগত মত এটা। আমার মনে হচ্ছে হুট করে মোছার চেয়ে আর তাড়াতাড়ি এ থেকে কাটিয়ে ওঠার জন্য একটা মোটামুটি পদ্ধতি হতে পারে এটা।

তানভির


Date: Fri, 20 Nov 2009 10:17:22 +0530
From: jayantanth@gmail.com
To: wikimedia-bd@lists.wikimedia.org
Subject: Re: [Wikimedia-BD] দক্ষিণ এশীয় ভাষা সমূহের উইকিপিডিয়াসমূহের আঞ্চলিক বিশ্লেষণ

ব্যাপারটা সত্যিই খুব দুঃক্ষজনক। আমাদের সবাইকে হয় ঐ সকল ভুক্তিতে অন্তত একটি প্যারা যোগ করতে হবে না হয় অপসারণ করা দরকার। টেম্পলেটসর্বস্ব খালি নিবন্ধ প্রায় ২০০০ এর কাছাকাছি , ফলে অপসারণ করলে আমরা ২০০০০ এর নিচে নেমে যাব, সেক্ষেত্রে গ্রাফের অবস্থা আরও শোচনীয় হবে। এই সম্পর্কে আমাদের একটা সিন্ধান্তে আসা আশু প্রয়োজন।

জয়ন্ত






Windows Live: Make it easier for your friends to see what you’re up to on Facebook.

Windows Live Hotmail: Your friends can get your Facebook updates, right from Hotmail®.