রাজশাহীতে মিটআপ আয়োজনে আমি ছিলাম, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। উত্তরাঞ্চলের দিনাজপুরে মিট আপ হয়েছে এটা শুনে অত্যন্ত ভাল লাগল। ব্যস্ততার কারনে মেইলটি দেখতে দেরি হল। তা না হলে রংপুর/দিনাজপুরে জুনিয়রদের অন্তত ফোনে জানাতে পারতাম। আয়োজকদের অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমরা বাংলা উইকিপিডিয়াকে সারা দেশে ছড়িয়ে দিতে পারব।
ধন্যবাদান্তে
WikiMonir
দিনাজপুরে প্রথম উইকি মিটআপ এবং কর্মশালা আয়োজনটা আসলেই খুব আনন্দের এবং আশাব্যঞ্জক ব্যাপার । সবাই এ নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন তা আমাদের উৎসাহকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে । ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কেউ এই মিটআপে অংশ নিতে চাইলে তাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই । তবে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বর্তমানে এই মিটআপে অংশ নেয়ার জন্য কোন রকম আর্থিক সহায়তা করা সম্ভব না । আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, উইকিমিডিয়া বাংলাদেশ এখন বাংলাদেশে সংগঠনের নিবন্ধনের জন্য কাজ করছে । সংগঠনের কাছে বর্তমানে নিজস্ব কোন তহবিলও নেই । আমরা সব কাজই আন–অফিসিয়ালি করে যাচ্ছি । এখানে বলে রাখা ভাল, যেহেতু এই মিটআপ একটি স্থানীয় অনুষ্ঠান, তাই উইকিমিডিয়া মুভমেন্টে এ ধরণের অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে কোন রকম পার্টিসিপেশন গ্রান্ট সাধারণত দেয়া হয় না । তবে আমাদের সংগঠনের নিজস্ব তহবিল তৈরি হলে পরবর্তীতে আমরা যখন আর্থিক নীতিমালা করবো তখন বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় অনেক কিছুই করা হবে আশা রাখি ।
তবে স্থানীয় আয়োজকেরা বাইরে থেকে আগত অতিথিদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা করেছেন, তাই যদি কেউ যেতে চান তবে রেস্ট হাউসের জন্য আমাদের সাথে সত্ত্বর যোগাযোগ করার অনুরোধ করছি । দিনাজপুরের প্রথম মিটআপ এর সাফল্য কামনা করছি ।
ধন্যবাদ
আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশAli Haidar Khan (tOnmOy)2012/6/6 Nurunnaby Chowdhury <nh@nhasive.com>
আয়োজনের সফলতা কামনা করছি..এক্ষেত্রে আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা সাহায্য করতে পারবে..
2012/6/6 mak <mahayalamkhan@gmail.com>2012/6/6 Tanvir Rahman <wikitanvir@gmail.com>প্রিয় সুধী,
আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী শুক্রবার, ৮ জুন ২০১২
তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া
মিটআপ, যার মূল আয়োজক দিনাজপুরের উইকিপিডিয়ানগণ। দিনাজপুরের এই
উইকিপিডিয়া মিটআপ শুধু দিনাজপুরের প্রথম মিটআপই নয়, বরং এটি হচ্ছে রংপুর
বিভাগের প্রথম উইকিপিডিয়া মিটআপ ও রাজশাহীর পর উত্তরবঙ্গের দ্বিতীয়
উইকিপিডিয়া মিটআপ। মিটআপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর উইকিপিডিয়া
পাতা [১] ও ফেসবুক ইভেন্ট পাতায় [২]।
মিটআপের স্থান: কারিতাস, দিনাজপুর সদর, দিনাজপুর
সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা
আলোচ্য বিষয়: উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া
ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে
আলোচনা। এছাড়াও মিটআপে থাকছে উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে
প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। এছাড়াও উপস্থিত আগ্রহীদের উইকিপিডিয়া ও
উইকিমিডিয়া বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবও প্রদান করা হবে।
মিটআপে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হাজী মোহাম্মদ দানেশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
অনুষদের সম্মানিত ডিন মহোদয়।
যদিও অনুমেয় যে প্রায় তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ঢাকার বেশিরভাগ
বন্ধুদেরই সবার জন্য উন্মুক্ত এই মিটআপে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে
না, তবে আমরা আশা করি অন্তত উত্তরবঙ্গের অন্যান্য উইকিপিডিয়ানগণ এই
মিটআপে যোগ দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রথম মিটআপ আয়োজনকারী
রাজশাহীর উইকিপিডিয়ানদের আমরা এই মিটআপে বিশেষভাবে আশা করি। আপনারা হয়তো
ইতিমধ্যেই জেনে থাকবেন, রাজশাহীর সক্রিয় উইকিপিডিয়াগণ ইতিমধ্যেই প্রথম
মিটআপসহ উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
এই মেইলিং লিস্টে থাকা সদস্যদের কারও দিনাজপুর বা উত্তরবঙ্গে বাস করেন
এমন পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে তাঁদের সাথে এই ই-মেইলটি শেয়ার করুন বা
তাঁদের ফেসবুক পাতায় ইভেন্ট পাতাটিও শেয়ার করতে পারেন। ছড়িয়ে দিন প্রথম
দিনাজপুর মিটআপের বার্তা! প্রথম দিনাজপুর মিটআপ সফল হোক, এই শুভকামনা।
তানভির
[১] https://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1
[২] https://www.facebook.com/events/391890247523716
দিনাজপুর প্রথম উইকিপিডিয়া মিটআপ এর সাফল্য কামনা করছি। আশা করি সকল আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন হবে। ঢাকা থেকে দিনাজপুর মিটআপ এ যোগদানে ইচ্ছুক কোন উইকিপিডিয়ানকে, যাতায়াত এবং থাকা-খাওয়ার জন্যে, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ হতে সহায়তা করা সম্ভব হবে কি?
ধন্যবাদ
mak_
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Best Regards,
Nurunnaby Chowdhury Hasive
User: nhasive
FB & Twitter: nhasive
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Treasurer
Wikimedia Bangladesh
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd