গত উইকি-ইফতারে এ নিয়ে আমাদের কিছু আলোচনা হয়েছিল। এটা অবশ্যই একটা উল্লেখযোগ্য উপলক্ষ যেটা বেশ বড় পরিসরে উদযাপন করা যায়।
উইকি-ইফতারের আলোচনায় একটা বিষয় উঠে এসেছিল যে, এই দশ বছর উদযাপন অনুষ্ঠানটা বাংলাদেশে অন্যান্য যেসব ওপেন সোর্স সংস্থা বা প্রতিষ্ঠান যেমন- মোজিলা, লিনাক্স ইত্যাদি কাজ করছে; তাদের সাথে একত্রে এবং একই ছাদের নিচে এই আয়োজনটা হবে। কিন্তু বাংলা উইকির দশ বছর- এটা বেশ তাৎপর্যপূর্ণ একটা উপলক্ষ, যেটা শুধু উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনেই হওয়া উচিত। এতে স্পনসর থাকতে পারে, কিন্তু আয়োজক একটাই- উইকিমিডিয়া বাংলাদেশ। এর উদ্দেশ্য একটাই- যাতে ফোকাসটা কেবল বাংলা উইকিপিডিয়া উপরেই থাকে। তাছাড়া এর ফলে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশের প্রচার বাড়বে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একই ছাদের নিচে আয়োজন- আইডিয়াটা ভালো, কিন্তু আমার মনে হয় সেটা অন্য কোন অনুষ্ঠানের (যেমন ২০১২ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত উইকিপিডিয়া আনকনফারেন্স) ক্ষেত্রে হতে পারে।
Regards-
Tanweer