আপডেট:
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌-------------

সবার সহযোগিতায় আজ সকাল সাড়ে দশটা থেকে আবহাওয়া ভবন থেকে শুরু করে ফটোওয়াক বিকাল পাঁচটায় সংসদ ভবনের উত্তর প্লাজা, চন্দ্রিমা উদ্যানে এসে শেষ হয়। এরমাঝে আধঘন্টা দুপুরের খাবার বিরতি ছাড়া পুরো সময় আমরা রাস্তাতেই ছিলাম। দলে পুরো সময় ছিলাম আমরা তিনজন; রণদীপম বসু, তানভির রহমান এবং আমি। আমাদের সাথে সকালে যোগ দিয়েছিলেন নুরুন নেসা বেগম, কিন্তু জরুরি মিটিং থাকায় তিনি মাঝখানে বিরতি নেন। দুর্ভাগ্যক্রমে বিকেলের দিকে তিনি আমাদের সাথে যোগ দেবার আপ্রাণ চেষ্টা করলেও তা সম্ভব হয়ে ওঠে নি। কারণ, শীতের বিকেলে সূর্যের আলো দ্রুত কমে আসছিল বিধায় আমরা তখন দুর্বার গতিতে এগিয়ে চলছি। এজন্য আমরা তার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

সারাদিনে বিভিন্ন স্থাপনা এবং আগ্রহ উদ্দীপক বস্তু, মানুষ, রাস্তা এবং বাজার-দোকানপাটের ছবি নেয়া হয়েছে। দুটো পয়েন্ট এন্ড শুট ক্যামেরায় প্রায় ১২০০ ছবি ধারণ করা হয়েছে। ঝাড়াই-বাছাই করার পর আমরা ২৫০ থেকে ৩০০ ছবি উইকি কমন্সে জমা দিতে পারার ব্যাপারে আশাবাদী।

সারা পথে আমরা না না বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। বেশ কিছু স্থাপনার চোরাগোপ্তা ছবিও তুলতে বাধ্য হয়েছি। আইডি কার্ড ঝুলিয়ে রাস্তায় ছবি তুলতে থাকায় লোকজন বেশ কৌতুহলী ছিল। অনেকেই এই ছবি দিয়ে কি করা হবে জানতে চেয়েছেন। সময় সংক্ষেপের কারণে আমাদের বিস্তারিত উত্তর দেয়ার সুযোগ ছিল না। এই সময় আমরা উইকিপিডিয়ার পরিচিতিমূলক লিফলেটের খুব অভাববোধ করেছি।

যেহেতু আমরা স্মার্টফোন যোগাড় করতে পারিনি সেহেতু জিওলোকেশন রিডিং নেয়া সম্ভবপর হয় নি।

ছবি বাছাই চলছে, বাছাই শেষ হলেই কিছু কিছু প্রিভিউ দিতে পারব বলে আশা করছি। এই মুহুর্তে ফটো ওয়াকের সময় স্বেচ্ছাসবীদের কীর্তিকলাপের দুই একটা ছবি দেয়া যায়:
১. http://imgur.com/Ym3Kb.jpg
২. http://imgur.com/9ptB2.jpg
৩. http://imgur.com/iT8LQ.jpg
৪. http://imgur.com/kyRPA.jpg

এইরকম দারুণ একটা দিন কাটাবার সুযোগ করে দেয়ার জন্য আমার পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল।
---
Shabab Mustafa