আমাদের একসময় দ্বিতীয় কনিষ্ঠতম সদস্য অঙ্কন ঘোষ দস্তিদারের লেখা 'বাংলা উইকিপিডিয়ায় কাজ করার পদ্ধতি' শিরোনামের একটি লেখা কালের কন্ঠে প্রকাশিত হয়েছে। অঙ্কন এই লেখা সহজ ভাষা সংক্ষেপে খুব সুন্দর করে বাংলা উইকিপিডিয়ায় কাজ শুরু করার প্রাথমিক বিষয়গুলো বর্ণনা করেছে। অঙ্কনকে অভিনন্দন। এই লেখাটি আমাদের পরিচিত আগ্রহীদের পাঠাতে পারি।

লিংক: http://www.kalerkantho.com/print-edition/techbishwa/2017/02/25/467576 

ধন্যবাদ।
---
Shabab Mustafa