রণদীপম দা,
খুবই স্পর্শকাতর বিষয়। সাবধানে বুঝেশুনে জবাব দিতে হবে। বিষয়টি নজরে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসুন একটু গবেষণা করে নেই, তারপর আপনি ও রাগিব ভাই বিভিন্ন ব্লগে লিখতে পারবেন।
শুভেচ্ছা
মাহে আলম খান
আজকের 'কালের কণ্ঠ' দৈনিকের সাহিত্য সাময়িকী 'শিলালিপি'তে সুব্রত কুমার দাস-এর 'ওয়েবে বাংলা সাহিত্য ও লেখকস্বত্ব নিয়ে প্রশ্ন' শীর্ষক লেখাটিতে বাংলা উইকিপিডিয়াকে চৌর্যবৃত্তির দায়ে অভিযুক্ত করা হয়েছে। লেখাটার ৬ষ্ঠ প্যারায় এ ব্যাপারে বলা হয়েছে।
উইকিপিডিয়ান কেউ কি এই অভিযোগের সত্যতা যাচাই করে দেখবেন ?
পত্রিকার সংশ্লিষ্ট লেখার লিংক : http://www.dailykalerkantho.com/?view=details&type=gold&data=Book&pub_no=393&cat_id=3&menu_id=81&news_type_id=1&index=3
রণদীপম বসু
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd