সুপ্রিয় উইকিপিডিয়ান ও শুভানুধ্যায়ীদের অনেকে প্রায় সময়ই বলে থাকেন যে, তাঁদের বন্ধু, সহকর্মী, বা পরিচিতদের অনেকেই উইকিমিডিয়া কমন্সে ছবি অনুদানে অাগ্রহী। তাঁদের মধ্যে অনেকের প্রচুর পরিমাণে (শত শত বা হাজার হাজার) ছবি রয়েছে, যা তাঁদের নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপলোড করে ই-মেইল করা কষ্টসাধ্য। আমাদের বেশকিছু স্বেচ্ছাসেবী নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে সেগুলো আপলোড করতে ইচ্ছুক, কিন্তু কীভাবে এতো ছবির অনুমতি নামা ওটিআরএস-এ সুষ্ঠভাবে একটি ইমেইলের মাধ্যমে পাঠানো সম্ভব, তা নিয়ে জটিলতার ও দ্বিধাদ্বন্দের স্বীকার হন। এ ব্যাপারটির দ্বিধাদ্বন্দ কাটানো ও সহজ করাই আমার এই ইমেইলের উদ্দেশ্য।

যাঁরা, সিডি/ডিভিডি বা পেনড্রাইভের মাধ্যমে প্রচুর সংখ্যক ছবি অনুদান করতে ইচ্ছুক, তাঁরা সিডি/ডিভিডি বা পেনড্রাইভে থাকা সকল ছবির একটি তালিকা বিধিসম্মত উপায়ে তৈরি করে তা ছবির স্বত্বাধিকারীর নির্দিষ্ট লাইসেন্সে অনুমতি প্রদানের ভাষ্যসহ প্রিন্ট করবেন। এরপর নির্দিষ্ট স্থানে স্বত্বাধিকারীর স্বাক্ষর নেবেন, এবং পাতাগুলো (হার্ড কপি) স্ক্যান করবেন। এরপর ছবিগুলো আপলোড করার পর ছবির লিংকগুলো যখন ওটিআরএস-এ প্রদান করবেন, তখন শুধুমাত্র অনুমতি নামার ঐ স্ক্যান ইমেজটি অ্যাট্যাচমেন্ট হিসেবে পাঠিয়ে দেবেন। সেই সাথে মেইলে অ্যাটাচমেন্টটির কথা উল্লেখ করবেন যেনো, ওটিআরএস মেম্বার অ্যাটাচমেন্টটি দেখে ছবিগুলো যাচাই করতে পারেন।

এখানে যে ব্যাপারগুলোর ব্যাপারে প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে, ছবির সিডি/ডিভিডি বা পেনড্রাইভে যে নামে ছবি থাকবে, আপলোডের সময় তো নামটা পরিবর্তনও হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, তাই নিশ্চিত করার স্বার্থে আমরা প্রতিটি ছবির একটি ফিঙ্গারপ্রিন্ট বা এমডিফাইভ হ্যাশ জেনারেট করবো, যা প্রত্যেকটি ছবিকে স্বতন্ত্র পরিচয় দেবে। এই আইডি কীভাবে জেনারেট করবেন, তা এখন আমি বর্ণনা করছি।

প্রথমে লিনাক্স/ইউনিক্স ব্যবহারকারীদের জন্য, কারণ এই মাধ্যমেই এটা সবচেয়ে সহজ হবে। কোনো বাড়তি সফটওয়্যার ইন্সটলের প্রয়োজন নেই!
এবার উইন্ডোজে এই লিস্ট জেনারেটের উপায়:
এখানে একটি ব্যাপার বলি, যেহেতু আপনি প্রিন্ট করছেন, তাই লে-আউটটা একটু সুন্দর ও বিবরণমূলক হলে, তা ওটিআরএস মেম্বারের জন্য সুবিধাজনক। সে জন্য আমি একটি মোডিফায়েড লে-আউট তৈরি করেছি, যা ডকুমেন্ট ফরম্যাটে এই ইমেইলের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আছে। অাপনাদেরকে ঐ লেআউটটি ব্যবহার করে অনুমতিনামা তৈরির অনুরোধ। ফর্মটি করা হয়েছে এফোর সাইজের কাগজে। ফর্মটি দুই পাতার, প্রথম পাতাটি অবশ্যই প্রিন্ট করবেন। যদি লিস্ট একাধিক পাতায় যায়, তবে দ্বিতীয় পাতায় যেভাবে দেওয়া আছে, পরবর্তী সকল পাতায় সেভাবে স্বত্বাধিকারীর নাম, স্বাক্ষর, তারিখ, ও ই-মেইল ঠিকানা যুক্ত করা আবশ্যক। ফর্মটি এই ই-মেইলের সাথে দেওয়ার আরেকটি উদ্দেশ্য হলো, যাতে শুধু ভলান্টিয়ারদের কাছে এসে নয়, বরং সম্মানিত দাতাগণ নিজেরাও যাতে ছবির ফর্মটি তৈরি করে স্বাক্ষরসহ নিয়ে আসতে পারেন।

আপলোডারের উদ্দেশ্যে: যখন ওটিআরএস-এর কাছে পাঠানো ই-মেইলে কমন্সের আপলোডকৃত পাতার লিংক যুক্ত করবেন, তখন লিংকের পাশে ঐ ফর্ম থেকে ঐ আপলোডকৃত চিত্রের নামটিও উল্লেখ করে দিতে হবে (ফিঙ্গারপ্রিন্ট নয়, বরং তার পাশে থাকা চিত্রের নাম) যেনো যাচাই করার জন্য ওটিআরএস মেম্বার চিত্রটি খুঁজে পান। ব্যাপারটি হতে পারে অনেকটা এরকম:

Photographer gave consent (see attachment). Original file names are in brackets.

* http://commons.wikimedia.org/wiki/File:Example.jpg - (Something.jpg)

আশা করছি বাল্ক অ্যামাউন্টের ছবি ডোনেশন নিতে ও অনুমতি নামা সুন্দরভাবে প্রদানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যে-কোনো জিজ্ঞাসায় এই থ্রেডে বা ই-মেইলে আমায় প্রশ্ন করতে পারেন। এছাড়া নির্দিষ্ট কোনো স্থানে ক্যাম্পেইন আয়োজন করলে (হতে পারে সামনের উইকিমিটআপেই) আমি তা হাতেকলমে দেখিয়ে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ।


তানভির

পুনশ্চ: আপনারা চাইলে এই ই-মেইলটির মূল কথা আরও সহজভাবে লিখে বা ছবি টিউটোরিয়ালের মাধ্যমে তা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটে ছড়িয়ে দিতে পারেন। অথবা আমাদের মেইলিং লিস্ট থেকে সরাসরি এই থ্রেড/মেইলটির লিংকও প্রদান করতে পারেন।