সুধী,আজ ২৭শে নভেম্বর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অফিস, ঢাকায় "উইকিপিডিয়া ১৫" উপলক্ষ্যে বিশেষ আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব, নাহিদ সুলতান, তানভীর মোর্শেদ, উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য শাবাব মুস্তফা, নিয়মিত সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হুসেইন, আফিফা আফরীন, প্রত্যয় ঘোষ, আসিফ মুক্তাদির, মাসুম আল হাসান, সাইফুল ইসলাম এবং আমি (অংকন ঘোষ দস্তিদার)। উক্ত কার্যক্রমে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধিকরণ, উইকিপিডিয়া ১৫ উদ্যাপন এবং বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যৎ কর্মপন্থাবিষয়ক নানা দিক আলোচিত হয়।প্রধান আলোচিত পরিকল্পনাঃ* উইকিপিডিয়ানদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকরণ* স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সক্রিয় এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ* বিষয়ভিত্তিক নিবন্ধ বাড়ানো; অর্থাৎ অধিক প্রয়োজনীয় নিবন্ধসমূহের সংখ্যা বর্ধন* অনলাইন প্রচারণা চালানো* জেলাভিত্তিক উৎসাহমূলক অনলাইন-প্রতিযোগিতা প্রচলনপরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানেও এরকম আঞ্চলিক আড্ডার মাধ্যমে নির্দিষ্ট দিনে বাংলাদেশের উইকিপিডিয়া সম্প্রদায় একত্রিত হয়ে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলো সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সেইসাথে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ বিষয়ক নানান কর্মপরিকল্পনা আলোচিত হবে।ধন্যবাদান্তে,অংকন ঘোষ দস্তিদার
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd