তানভির চমৎকার!
আপনি কি ঐ লিফলেটের জন্য লেখার কাজকি কোন উইকির পাতায় করছেন? যদি উইকির পাতায় করেন তাহলে লিঙ্ক শেয়ার করেন, আর যদি না করেন তাহলে উইকির পাতায় করার অনুরোধ করছি। যাতে আমরা সবাই তাতে অবদান রাখতে পারি।
বেলায়েত
ওয়ার্কশপে সবার হাতে উইকি বিষয়ক বেশ কিছু সাধারণ প্রশ্নের জবাব সহকারে একটি করে লিফলেট তুলে দেবার ব্যাপারে আমি গত মিটআপে বলেছিলাম। আমি বর্তমানে ঐ লিফলেটটি ওপর কাজ করছি। তাতে কি কি রাখা যায় এ ব্যাপারে পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকবো। এতো অল্প সময়ে লিফলেটটি ছাপাখানায় ছাপানো না গেলেও, ফটোকপি করে আমরা সবার হাতে ধরিয়ে দিতে পারি। এটার খরচও আমি নিজেই বহন করতে পারবো বলে আশা রাখছি।
তানভির
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd