ভাল প্রস্তাব। তাহলে গণিত অলিম্পিয়াড দলের একজন স্বেচ্ছাসেবককে ধর, যিনি মোটামুটি একজন দলনেতা টাইপের এবং এ ব্যাপারে তার আগ্রহ আছে। তাকে আগে শেখানোর ব্যবস্থা করতে হবে। এর ফলে দুটি জিনিস হবে। যেহেতু গণিত বিষয়ক নিবন্ধের ব্যাপারে এদের আগ্রহ থাকবে, ফলে সাধারণের চেয়ে আর বিশেষ কি বিষয় তাদের শেখাতে হবে তা তার কাছ থেকে জানা যাবে। আমি একটি উদাহরণ দিতে পারি, গণিত বিষয়ক নিবন্ধে অবশ্যই ইকোয়েশন টাইপের লেখা থাকবে, তাই তাদের ইকোয়েশন কিভাবে লিখতে হয় তা শেখাতে হবে এবং আমাদের তা শিখাতে হবে। এমন আরও অনেক বিশেষ কিছু লাগতে পারে, যা তাকে শেখানোর সময় বুঝা যাবে এবং তার কাছ থেকেও জানা যাবে। আর পরবর্তীতে তাকেই এ কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে ব্যবহার করা যাবে। কারণ অংশগ্রহণকারীরা বাইরের কেউ কিছু বলার চেয়ে তাদের গ্রুপেরই একজন যদি সেটা বলে তাহলে তা বেশি আন্তরিকভাবে গ্রহণ করবে।

আমি ইমেইলটি উইকিমিডিয়া-বিডি গ্রুপে সিসি করে দিলাম। বিস্তারিত আলোচনা এই গ্রুপে করলে সবাই আলোচনায় অংশ নিতে পারবেন।

2009/6/19 নাসির খান সৈকত <nasir.khan@bdosn.org>
গনিত অলিম্পিয়াডের সাথে যুক্ত অনেক স্বেচ্ছাসেবক আছে তাদের দিয়ে গনিতের প্রবন্ধগুলি তৈরী করে নেয়া যায় না?

প্রথমে একটা কর্মশালা ধরনের কিছু করা হল যেখানে দেখিয়ে দেয়া হল কিভাবে লিখতে হয় তারপর নিয়মিত দেখা হল লিখছে কিনা । বা এই জাতীয় কিছু ...

--

Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
www.nasirkhan.co.cc
nasir8891.wordpress.com





--
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
             ...so share it.

Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?