ভাই গতবছর আসছিলাম, কিন্তু যোগ দিতে পারি নাই। কারন আপনাদের কারও ফোন নাম্বার ছিলো না :(। আশা করি এবার যারা অংশ নিবেন তারা তাদের ফোন নাম্বার দিবেন, যেন নতুনরা আমাদের খুজে পায়। আয়োজন সফল হোক এই কামনা করছি।

----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh
2048R/89C932E1
Mozilla Reps
01199151550, 01551151550



2014-02-07 19:49 GMT+06:00 Tanweer Morshed <wiki.tanweer@gmail.com>:
সুধী,
বছর ঘুরে আবার এসেছে একুশে বই মেলা। অনেক বছর ধরেই একুশে ফেব্রুয়ারিতে বই মেলার প্রধান ফটকের সামনে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকরা, উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির জন্যে ব্যানার হাতে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় এবছরেও ২১শে ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা ব্যানার নিয়ে দাঁড়াব। আশা করি উইকিপিডিয়ানরা এই আয়োজনে সাড়া দিয়ে বাংলা উইকিপিডিয়াকে মানুষের আরো কাছাকাছি নিতে সহায়তা করবেন।  

--
তানভির মোর্শেদ


_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd