Thanks Hasib Bhai News ta payee kosi holam. I am really busy with various family purposes Form ta fillup koreci |
প্রিয় সবাই, শুভেচ্ছা। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এসব আয়োজনে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে
গ্রামীণফোন। সব আয়োজন শেষে এবার ঢাকায় অনুষ্ঠিত হবে 'গালা ইভেন্ট'। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে দুপুর ১২টা থেকে ৪.৩০টা পর্যন্ত গালা ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনে প্রতি বিভাগীয় শহরের তিনজন করে সেরা অবদানকারীদের (কর্মশালায় অংশ নিয়ে যারা বেশি অবদান রেখেছেন) পুরস্কৃত করা হবে। এছাড়া সাত বিভাগীয় শহরের ২১ জনের মধ্যে সেরা ৩জন পাবেন আলাদা পুরস্কার।
পুরো এ আয়োজনে উপস্থিত থাকবেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। এছাড়াও থাকবেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বঙ্কে, উইকিমিডিয়া ফাউন্ডেশনের গ্লোবাল মোবাইল পার্টনারশিপ পরিচালক ক্যারোলিন স্লোয়েডার ও মোবাইল পার্টনারশিপ এশিয়ার স্মৃতি গুপ্ত। এ আয়োজনটি মূলত উইকিপিডিয়ানদের জন্য। তবে স্থান এবং
সামগ্রিক অবস্থার কারণে এ আয়োজনে সবাইকে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। আগ্রহীদের অংশগ্রহনের সুযোগ করে দিতে বিশেষ একটি ফর্ম (http://goo.gl/forms/JxL7vX4Vpt) করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে এ ফর্মটি পূরণ করে পাঠাতে হবে। নির্বাচিতদের ২৫ তারিখে অনুষ্ঠানে অংশগ্রহনের নিশ্চিতকরণ ই-মেইল পাঠানো হবে। নির্বাচিত ৬০ জন
শুধুমাত্র এ আয়োজনে অংশ নিতে পারবেন। দেশের সামগ্রিক অবস্থা বিবেচনায় এবং অনুষ্ঠানের নানা বিষয়ের কারণে এ আয়োজনের বিস্তারিত কমিউনিটির বাইরে শেয়ার করা হচ্ছে না। তাই বিষয়টি আমাদের উইকিপিডিয়া কমিউনিটি ছাড়া অন্য কোথাও শেয়ার না করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। Nurunnaby Chowdhury Hasive :: নুরুন্নবী চৌধুরী হাছিব Member | GAC Committee, Wikimedia Foundation Member | IEG Committee, Wikimedia Foundation Director | Wikimedia Bangladesh Operations Committee |