ভ্রমণ বিষয়ে তো উইকিট্রাভেলস (
http://www.wikitravel.org) আছেই। এবং এতে অনেক
তথ্য ইতোমধ্যে আছে। আরেকটি ভ্রমণ বিষয়ক উইকি সাইট কেন চালু করা হল - বুঝলাম
না। আর যদি অনুরুপ বাংলা প্রকল্প চালুর বিষয়ে আমার অভিমত তানভির ভাইয়ের মতই।
মানুষ ওয়ুইকিপিডিয়ায় আগে নির্দিষ্ট কোন স্থান বা টপিক বিষয়ে দেখে, তাই
নিবন্ধগুলোর মানোন্নয়ন জরুরী। তারপরে ভ্রমণ বিষয়ক বিশেষায়িত প্রকল্প চালু করা
যেতে পারে।
-Tanweer