না আমি উইকির পাতায় নয়, তবে উইকির পাতাগুলো থেকে রিসোর্স নিয়ে ও সাজিয়ে ওয়ার্ড ডকুমেন্টে করছি। প্রিন্টিং লেআউটটা আর কাগজের ভেতর আঁটানোর ব্যাপারটা ওখানেই ঠিক করতে হবে তো তাই। কারণ সাইজ মাথায় রেখে লেখা ছোট বড়ো হচ্ছে। তবে আশা করছি আপনাদের ফিডব্যাকের জন্য বেশ আগেই একটা কপি ধরিয়ে দিতে পারবো। সবার অংশগ্রহণেই লিফলেটটা চূড়ান্ত হবে ইনশাল্লাহ। এখনও কন্টেন্ট সংযুক্তি চলছে। আমার নিজের ইচ্ছা FAQ টাইপের বিষয়সহ উইকির সম্পাদনা নীতিমালার কিছু বিষয় অল্প কথায় জানানো, আর মার্কআপের চিট শিটটা। আপনাদের কী মতামত?


তানভির

2010/12/23 Belayet Hossain <bellayet@gmail.com>
তানভির চমৎকার!
আপনি কি ঐ লিফলেটের জন্য লেখার কাজকি কোন উইকির পাতায় করছেন? যদি উইকির পাতায় করেন তাহলে লিঙ্ক শেয়ার করেন, আর যদি না করেন তাহলে উইকির পাতায় করার অনুরোধ করছি। যাতে আমরা সবাই তাতে অবদান রাখতে পারি।

বেলায়েত
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd