হুমম..প্রস্তাবটা দারুন মুনির ভাই। আমাদের মনে হয় আরো কিছু আইডিয়া করা দরকার। সেটা মেইলিং লিস্টে করতে পারলে পরবর্তীতে সরাসরি ঈদ পুনর্মিলনী+মিট আপ করলে সেখানে আলোচনা করা যাবে।
* কন্ট্রিবিউটর ডে প্রোগ্রামটা দারুন হয়েছিল। এটা বিভাগীয় শহরগুলোতে করতে পারলেও অনেক ভালো হবে। এতে করে দশ বছর পূর্তি অনুষ্ঠানটির ছোঁয়া ঢাকার বাইরেও লাগবে।
* একটা ডকুমেন্টরি হলে দারুন হয়। ভালো ভাবে একটা বানাতে পারলে আমরা সেটা বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও দেখাতে পারবো।
* এবারের লন্ডনের উইকিম্যানিয়াতে আমাদের বাংলা উইকিপিডিয়ার বেশ সক্রিয় উপস্থিতি থাকছে। এবার আমি, নাসির খান সৈকত, বেলায়েত হোসেন, আলী হায়দার খান (তন্ময়) বাংলাদেশ থেকে যাচ্ছি। সেখানেও আমরা আমাদের পরিকল্পনাগুলো অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবো।
* উইকিপিডিয়ায় কিভাবে সম্পাদনা করবেন এ বিষয়ে একটা বুকলেট, ছোট বই করা যায়।
* সর্বপরি আমাদের একটা বড় দিন ব্যাপী ইভেন্ট হলে দারুন হয়। যেখানে কর্মশালা হবে, মোটিভেশনাল সেশন থাকবে, সেমিনার থাকবে এবং উইকি হ্যাকেথন হবে..এ আয়োজনটা আমরা যে কোন বিশ্ববিদ্যালয়ে করতে পারি।
* আমাদের নিবন্ধের সংখ্যা এখন ৩৩ হাজারের বেশি। দশ বছর পূর্তিকে সামনে রেখে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা সিলেক্ট করতে পারি। যাতে এ পূর্তিকে সামনে রেখে সে পরিমান নিবন্ধ আমরা করতে পারি।
* শুধু নিবন্ধের সংখ্যা বাড়ানোই নয়, পাশাপাশি নিবন্ধের মান নিয়েও আমাদের কাজ করা উচিত। যারা দক্ষ এবং দীর্ঘদিন উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা চাইলে এখন নতুন নিবন্ধ তৈরি না করে নিবন্ধের মান বাড়ানো, ফিচার্ড আর্টিকেল, ভালো নিবন্ধ ইত্যাদির দিকে নজর দিতে পারেন।
পরিকল্পনা চলতে থাকুক..আমরা নেমে পড়ি দশ বছর পূর্তি আয়োজনে..:)
2014-07-24 12:00 GMT+06:00 Munir Hasan
<munir.hasan@bdosn.org>:
আমরা আলোচনাটাকে আগাতে থাকি। ঈদের পরপরই আমরা একটা ঈদ পুনর্মিলনী+মিট-আপ করবো যেখানে সামনাসামনি আলাপ করবো। আিম আজকে আর একটা প্রস্তাব আলোচনার জ্য দিচ্ছি-
ফেব্রুয়ারি মাসে আমরা জিপির সঙ্গে একটা কন্ট্রিবিউটর ডে করেছিলাম। দশ বছর উৎসবকে সামনে রেখে এটা এবার ৭ বিভাগীয় শহরে করতে চাই। আইডিয়াটা এরকম -
১. সব জায়গায় ২/৩ দিনের সকাল -সণ্ধ্যা ক্যাম্প হবে
২. শেখার কাজটা থাকবে হাতে কলমে
৩. আগে থেকে ঠিক করা ১০-৩০টা আর্টিকেল গ্রুপ করে পরবর্তী স্টেজে উন্নত করা হবে।
এই জন্য কী কী লাগবে-
বিভাগীয় শহরগুলোতে উইকিতে আগ্রহী লোকজন যারা কাজটা করতে চায়
বিনাখরচের ভ্যেনু (দরকার হলে বিশ্ববিদ্যালয়কে পার্টনার করা যাবে)
খাওয়াদাওয়ার খরচ পাওয়া যাবে।
এরকম আটটি কর্মশালায় যারা নতুন কাজ করবে তাদের মধ্য থেকে ১০জনকে ১০ বছর পূর্তি উৎসবে বিশষ সম্মাননা পুরস্কার এগুলো দেওয়া হবে। এজন্য এদেরকে ট্র্যাক করা হবে ওরা কেমন কাজ করছে। একটা বিচারক কমিটিও থাকবে।
আলোচনা আগাক
সবাই ঈদের শুভেচ্ছা
2014-07-18 14:49 GMT+06:00 Tanweer Morshed
<wiki.tanweer@gmail.com>:
রাগিব ভাই যেটা বললেন, অধিকাংশ মেজর কন্ট্রিবিউটর উইকিমিডিয়া বাংলাদেশের সাথে জড়িত, এটা ঠিক। তবে পুরস্কৃত করার ব্যাপারে আমরা, অপেক্ষাকৃত নতুন এবং বাংলা উইকিতে নিয়মিতভাবে উল্লেখযোগ্য অবদান রাখছেন - এমন কয়েকজনকে স্বীকৃতি দিতে পারি। এতে করে তাদের উৎসাহ যেমন বাড়বে তেমনি নতুনরাও আগ্রহী হবে। আর এধরণের অবদানকারীকে
অবদানের সংখ্যা, নিবন্ধ তৈরির সংখ্যা - এসবের ভিত্তিতে আইডেন্টিফাই করা যেতে পারে।
2014-07-18 1:01 GMT+06:00 Munir Hasan
<munir.hasan@bdosn.org>:
বাংলা উইকির একটা ডকুমেন্টারি বানানোর প্রস্তাবটা খুবই ভাল। কাজে এটা বানানো যায়।
বাকী ্অরোচনা চলতে থাক।
বাকীরা কোথায়?
2014-07-18 0:31 GMT+06:00 Ragib Hasan
<ragibhasan@gmail.com>:
উল্লেখযোগ্য অবদানকারীদের পুরস্কার দিলে নিজেরা নিজেরা নিজেদের পুরস্কার দিচ্ছি বলে বদনাম হতে পারে, কারণ আমার মনে হয় বাংলা উইকির অধিকাংশ মেজর কন্ট্রিবিউটর উইকিমিডিয়া বাংলাদেশের সাথে জড়িত।
আমার মতে উইকিথন, উইকি নিয়ে শর্ট ৩ মিনিটের একটা ডকুমেন্টারি টাইপ কিছু, বাংলা উইকির ইতিহাস, এইগুলা বলা দরকার।
আর উইকি সম্পর্কে কিছু ধারণাও পাল্টানো দরকার (উইকির "কর্তৃপক্ষ" নাই, উইকিতে যে কেউ এডিট করলেও সেটার নির্ভরযোগযতা আল্টিমেটলি ঠিক থাকে নীতির কারণে) এসব।
2014-07-17 12:31 GMT-05:00 Munir Hasan
<munir.hasan@bdosn.org>:
প্রিয় সবাই,
১. আমার মনে হয় আগ বাড়িয়ে কোন ভ্যেনুর ব্যাপারে আলাপ করার দরকার নাই, এ মূহুর্তে, কারণ আমাদের কেমন ভ্যেনু লাগবে সেটার ওপর নির্ভর করবে আমরা কোথায় অনুষ্ঠান করবো।
২. উল্লেখযো্য অবদানকারীদের কীভাবে আইডেন্টিফাই করা হবে? এ বিষয়ে কি কোন আলোচনা হয়েছে?
৩. অনুষ্ঠানে আরো কি করা যায় সেটাও ভাবা দরকার।
ভাল কথা এখানে আলোচনা হচ্ছে না কেন?
আমরা কি ফেসবুকেও আলোচনা করবো?
মুনির
2014-07-17 23:26 GMT+06:00 Tanweer Morshed
<wiki.tanweer@gmail.com>:
বাংলা উইকিপিডিয়ার দশ বছর নিয়ে ইতোমধ্যে উইকিপিডিয়ানদের মধ্যে বিভিন্ন সময় কিছু আলোচনা হয়েছে। তবে নভেম্বরে এটা আয়োজন করতে হলে আমাদের এখন থেকে আগানো দরকার।
* ভেন্যুর ব্যাপারে আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির এক ছাত্রের সাথে কথা বলেছি, সে ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করবে। এশিয়া
প্যাসিফিকের ভিসি জামিলুর রেজা চৌধুরু স্যার। মুনির ভাই যদি জামিলুর স্যারের সাথে এব্যাপারে একটু কথা বলে দেখতেন, তাহলে ভাল হয়।
* দশ বছর পূর্তির অনুষ্ঠানে বাংলা উইকিপিডিয়ার উল্লেখযোগ্য অবদানকারীদের পুরস্কৃত করার ব্যাপারে উইকিপিডিয়ানরা একমত হয়েছিলেন।
* অনুষ্ঠানের সময় একটা edit-a-thon আয়োজন করা যেতে পারে। এটা খুবই উপযুক্ত এবং ভাল একটা বিষয় হতে পারে। এর মাধ্যমে যেমন একটা নির্দিষ্ঠ সময়ে অংশগ্রহণকারীদের উইকিতে অবদানের ব্যাপারে ধারণা হবে, অনেক নতুন নিবন্ধ তৈরি হবে
সেইসাথে সেরা অবদানকারীদের পুরস্কৃত করার মাধ্যমে নতুন উইকিপিডিয়ান পাওয়া যেতে পারে।
তানভির মোর্শেদ
2014-07-17 11:45 GMT+06:00 Sabila Enun
<sabila@bdosn.org>:
ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয় গুলিতেও কি একই সাথে প্রোগ্রাম করা সম্ভব? অন্তত বিভাগ গুলিতে। ঢাকার প্রোগ্রামও এমন কোন বিশ্ববিদ্যালয়ে করা হোক যেখানে গিয়ে টানা দুইদিন থেকে পুরো প্রোগ্রাম করা হবে, ক্যাম্প করে।
উত্সবের মতো হোক
টিমের ব্যাপারে, কে কে কাজ করতে আগ্রহী, কিসে কাজ করতে আগ্রহী এই ব্যাপারগুলি এখনি ঠিক করে কাজ গুছানো শুরু করা উচিত।
2014-07-17 0:40 GMT+06:00 Goutam Roy
<gtmroy@gmail.com>:
অনেক ধন্যবাদ মুনির ভাই। আমি এখানে একটি বিষয় যোগ করতে চাই। আমাদের অধিকাংশ অনুষ্ঠানই মূলত ঢাকাভিত্তিক। উইকির দশ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার বাইরে যাতে কিছু কিছু অনুষ্ঠান করা যায়, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে ভালো লাগবে। রাজশাহীতে কোনো অনুষ্ঠান করতে হলে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।
ধন্যবাদ। গৌতম
প্রিয় উইকিপিডিয়ানস,
উইকিমিডিয়া কনফারেন্সে আমি বলে এসেছি আমরা এবছর ২০১৪ সালে বাংলা উইকির ১০ বছর পূর্তিতে একটা অনুষ্ঠান করবো, বড়সর করে।
এটি আমরা প্রস্তাব নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে করার। দুইদিন ধরে করবো, একটা বিশ্ববিদ্যালয়ে।
কী কী করবো সেটা নিয়ে আমরা এখান আলাপ করতে পারি।
এর মধ্যে আমরা কিছু প্রতিযোগিতার চিন্তাও করতে পারি যাদেরকে ঐ কনফারেন্স/সামিট যে সামই দেই সেখানে পুরস্কৃত করা হবে।
আমি বোর্ড চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে এসেছি। এখন ফরমাালাইজ করতে শুরু করবো।
আগামী ৭ দিন আমরা অনুষ্টানটির পরিকল্পনা করবো। তারপর কােজ নেমে যাবো।
আর উদ্দেশ্য হবে - উইকির প্রসার, নতুন কিন্ত রিটেইনড এডিটর যোগাড় করা এবং দেশে একটা হাওকাউ লাগায় দেওয়া।
ফান্ডিং এর জন্য আমরা লিখবো তবে না পেলেও করে ফেলব, ইনশা আল্লাহ।
সবার প্রস্তাব মতামত শুনতে চাই।
সবাইকে রমজানের শুভেচ্ছা। রমাদান করীম।
--
Goutam Roy
Lecturer
Institute of Education and Research
University of Rajshahi
Rajshahi 6205, Bangladesh.
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Regards -
Tanweer Morshed
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Regards -
Tanweer Morshed
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--