সাইটে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, তার কপিরাইট যদি ঐ সাইটের কাছে হস্তান্তর না করা হয়ে থাকে এবং ছবিরগুলোর মালিক যদি আপনি বা আপনার অর্গানিজেশন হয়ে থাকে তাহলে, ছবিগুলো আপনার ইচ্ছানুযায়ী লাইসেন্সে প্রকাশ করার পূর্ণ অধিকার রয়েছে। অন্য কোথাও ব্যবহার করা যাবে না এমন কোন শর্ত যদি ঐ সাইটের সাথে না থাকে তাহলে আপনি ছবিগুলো কোন আশংকা ছাড়াই আপলোড করতে পারবেন।
ছবির মধ্যে ফটোগ্রাফার বা অন্য কোন লেখা দেওয়া উচিত নয়। উইকিপিডিয়া বা উইকিমিডিয়া কমন্স তার ছবির সাথে (ছবির পাতায়) ছবির মালিকের নাম, তার প্রদত্ত লাইসেন্স এবং আপলোড কারীর নাম প্রদর্শন করে। ফলে উইকিপিডিয়া বা সহযোগী যে কোন প্রকল্পে ব্যবহৃত ছবিতে ক্লিক করলেই ছবির পাতায় ছবি সংক্রান্ত তথ্যগুলো প্রদর্শন করে। ফলে ছবিতে আলাদা কোন রকম নাম বা মার্কিং করা উইকিমিডিয়া কমন্স উৎসাহিত করে না।
পিকাসাতে সিরাজ ভাইয়ের দেওয়া ছবিগুলো দেখলাম। চমৎকার ছবি, নিঃশন্দেহে এগুলো ছবিগুলো উইকিপিডিয়ার জন্য উপযোগী ছবি। এই ছবিগুলো উইকিপিডিয়ার অনেক নিবন্ধেই যোগ করা যাবে। ছবিগুলোতে ঢাকার জীবন ব্যবস্থার চিত্র খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।
বেলায়েত
আমরা CC-BY বা CC-BY-SA এর আওতাভুক্ত ছবি আপলোড করবো । আমরা ওয়াফ তার জাপানী সাইটে http://e-jaban.com/ ও মেইল ম্যাগাজিন এ কি কিছু ছবি ব্যবহার করেছে, সেগুলোও কি আপলোড় করতে পারবো?
তাছাড়া ছবির গায়ে যদি ফটোগ্রাফার আর মাচিজোর নাম থাকে তাতে কি সমস্যা আছে ? উদাহরণ সরুপ - http://www.machizo.com/portfolios/photography/himalayas
পরামর্শ জানাবেন। শুভকামনায়
সিরাজ2010/11/26 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
সিরাজ ভাই, উইকিমিডিয়া কমন্সে আপনি ছবি অনুদান দিলে তা অব্যবসায়িক কাজের পাশাপাশি ব্যবসায়িক কাজেও ব্যবহার হতে পারে। নাম উল্লেখের মাধ্যমে শুধুমাত্র অব্যবসায়িক কাজে ব্যবহারের অনুমতি দিলে তা CC-BY-NC (Creative Commons Attribution Non-commercial) বা CC-BY-SA-NC (Creative Commons Attribution Share Alike Non-commercial) লাইসেন্সের আওতায় পড়বে, যা কমন্সে গ্রহণযোগ্য নয়। আপনি ছবির ক্রেডিট উল্লেখপূর্বক যে-কোনো কাজে ব্যবহারের অনুমতি দিতে পারেন। অর্থাৎ, CC-BY বা CC-BY-SA লাইসেন্সের যে-কোনো একটি বেছে নিতে পারে। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
তানভির2010/11/26 Siraj Shahjahan <siraj@machizo.com>বেলায়েত ভাই,
জিজানের জন্য এবং আমাদের ক্লাইন্টের কাজের জন্য গত ছয় বছরে আমরা প্রায় ৬০০ ডিভিড় ছবি সংগ্রহ করেছি। অধিকাংশ ছবিই আমাদের সত্ত্বাধিকারে আছে। নাম উল্লেখের মাধ্যমে অলাভজনক, অব্যবসায়িক কাজে য়ে কেউ ব্যবহার করতে পারে। আমি মনে করি বাছাই করা ছবি দিলই আমাদের আর উইকিপিডিযার জন্য ভালো। এতে আমাদের বানিজ্যেও প্রভাব পড়বে না। আপনাদেরও কাজ হবে। ঢাকার উপর কি কি ছবি দরকার তার একটি তালিকা পাঠাবেন। প্রযোজনে আমার ফটোগ্র্রাফার "জে আলম" কে দিয়ে ছবি তুলিয়ে দিব।
শুভকামনায়
সিরাজ2010/11/26 Belayet Hossain <bellayet@gmail.com>সিরাজ ভাই,
আমরা সাধারণত উন্মুক্ত বা ফ্রি লাইন্সেন্সের আওতায় থাকা ছবিগুলো সংগ্রহ করি। উইকিপিডিয়া এবং এর সহযোগী প্রকল্পগুলোতে ছবি ব্যবহারের জন্য আমাদের অনেক ফ্রি লাইসেন্সড ছবির এবং ভিডিও এর প্রয়োজন। যাতে প্রকল্পগুলোতে বিণামূল্যে বা সহজ শর্তে তা ব্যবহার করা যায়। বিশেষ করে বাংলাদেশ বা বাঙালি ঐতিহ্য সম্পর্কিত ছবি তা যে কোন বিষয়ের হতে পারে। উইকিপিডিয়ায় যেমন আলপিন থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপনা, দর্শণীয় স্থান, বিশিষ্ট ব্যক্তি সব ধরনের নিবন্ধ থাকতে পারে। তেমনি ছবির বেলাও তাই। ব্যক্তিগত ছবি (যেমন কোন স্থাপনার সামনে আমার কোন ছবি) বাদ দিয়ে, সব রকমের ছবি। তবে অবশ্যই তা কপিরাইট মুক্ত বা কপিরাইট লেফট লাইসেন্সের (ক্রিয়েটিভ কমন্স) আওতায় থাকতে হবে। উইকিপিডিয়া এবং এর সহযোগী প্রকল্পগুলোতে ব্যবহারের জন্য একটি কমন অনলাইন রিপোজিটরি রয়েছে, http://commons.wikimedia.org/। যেখানে এমন ফ্রি লাইসেন্সড বা কপিরাইট লেফট ৭৭ লক্ষ ৮১ হাজার এরও বেশি ফাইলের সংগ্রহ রয়েছে। তবে সেখানে বাংলাদেশ সম্পর্কিত ছবির খুব বেশ সংগ্রহ নেই। বাংলদেশ সম্পর্কিত ছবির সংগ্রহ পাবেন, http://commons.wikimedia.org/wiki/Category:Bangladesh লিঙ্কে।
আপনি যদি আপনার কাছে থাকা ছবিগুলো এ সংগ্রহশালায় দান করতে আগ্রহী হন তাহলে তা আপনি নিজেও আপলোড করতে পারেন অথবা তা যথাযথ অনুমোদনসহ (উপরুক্ত মেইলে বিস্তারিত বলা হয়েছে) আমাদের দিলে আমরা তা আপলোড করে দিতে পারবো। এমন আগ্রহী যাদের কাছে বিপুল পরিমাণে ছবি রয়েছে এবং তা ফ্রি লাইসেন্সে উইকিপিডিয়ার জন্য দিতে চান তাদের কাছ থেকে ছবির সংগ্রহের একটি কর্মসূচি রয়েছে উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উৎযাপন কার্যক্রমে। আশা করি, আপনিও ছবি বা ভিডিও দান করবেন এবং আপনার পরিচিত অন্যদেরও এমন দানে উৎসাহিত করবেন।
ছবি বা ভিডিও দানের ব্যাপারে আরও জানতে নির্দ্বিধায় এখানে প্রশ্ন করতে পারেন, অথবা আমাকে জানাতে পারেন। আমি যথাসম্ভব সহায়তা চেষ্টা করবো।
বেলায়েত2010/11/26 nasir khan <nasir8891@gmail.com>
প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি উইকিপিডিয়ায় ছবি দিয়ে সাহায্য করার আগ্রহের জন্য।
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, এখানকার নিবন্ধগুলির দিকেই সবসময় প্রাধান্য দেয়া হয়। সেই সাথে নিবন্ধের বিষয় সংশ্লিষ্ট ছবি দেয়া থাকলে সেটি সহজে বুঝতে পারা যায়। এদিক থেকে বলতে গেলে উইকিপিডিয়ায় যত নিবন্ধ আছে প্রতিটির জন্যই ছবি প্রয়োজন।
আপনি যদি উইকিপিডিয়ার জন্য ছবি তুলতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ হল আপনি আপনার নিজের আগ্রহের দিকটি থেকে শুরু করুন। উদাহারণ স্বরূপ বলা যায় হয়তো আপনার ঐতিহ্যবাহী/ দর্শনীয় স্থানের ছবি তোলার প্রতি আগ্রহ রয়েছে এক্ষেত্রে আপনি সেই ছবিগুলি উইকিপিডিয়ায় দিতে পারেন। আপনি যদি ঢাকায় অবস্থান করেন সেক্ষেত্রে ঢাকার মসজিদ/ মন্দির/ গির্জার ছবি তুলতে পারেন।
তবে খেয়াল রাখতে হবে ছবিটি যেন নির্দিষ্ট বিষয়ভিত্তিক হয়। অর্থাৎ ছবিটি দেখে যেন বুঝতে পারা যায় যে সেটি কিসের ছবি। উদাহারণ হিসাবে নয়াবাদ মসজিদের[1] এই ছবিটি[2] দেখতে পারেন। ছবিটি দেখে প্রাথমিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে এটি একটি মসজিদ এবং ছবির সাথের বর্ণনা থেকে জানা যাচ্ছে এটির নাম কি এবং কোথায় অবস্থিত।
একইভাবে আপনি যদি নতুন কোন ছবি দিতে চান তবে ছবিটির সাথে সামান্য হলেও বর্ণনা লিখে দিন যেন যারা ছবিটি প্রথমবার দেখছেন তারা যেন বিষয় সম্পর্কে সাধারণ ধারণা পায়।একইভাবে দেশের বা দেশের বাইরের কোন অনুষ্ঠান, খাবার, ফল, ফুল, পাখি সহ অন্যান্য সকল বিষয়ের ছবিই উইকিপিডিয়ায় দেয়া যাবে।
উইকিপিডিয়ায় এমন অনেক নিবন্ধ আছে যেগুলির সাথে সংশ্লিষ্ট ছবি নেই, সেই ছবিগুলিও দেয়া যেতে পারে পাশাপাশি নতুন নিবন্ধও শুরু করা যাবে। উদাহারণ হিসাবে আমার নিজের কথাই বলতে পারি। কিছু দিন আগে আমি সিলেটে গিয়ে "চোঙ্গা পিঠা"[3] নামের নতুন একটি খাবার খেয়েছি। ইচ্ছা আছে আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে উইকিপিডিয়া একটি নিবন্ধ তৈরী করবো এবং সাথে আমার তোলা ছবিগুলিও যুক্ত করে দেব।
আশা করছি উইকিপিডিয়ায় নিয়িমিত হবেন।
ধন্যবাদ
নাসির খান সৈকত
[1] - http://bn.wikipedia.org/wiki/নয়াবাদ_মসজিদ
[2] - http://commons.wikimedia.org/wiki/File:Noyabaad_Mosque_(6).jpg
[3] - http://www.flickr.com/photos/nasir-khan/sets/72157625199784565/
2010/11/26 Siraj Shahjahan <siraj@machizo.com>আমাদের আরকাইভে প্রচুর ছরি আছে. কি ধরনের ছবি দরকার?
শুভকামনায়
সিরাজ