প্রিয় সবাই,
বেশ কিছুদিন আগে থেকেই আমাদের ইচ্ছা ছিলো ঈদের পর একটি উইকি মিটআপ আয়োজন করার। ঈদ শেষ হয়েছে অনেকদিন হয়ে গেল - কিন্তু মিটআপ এখনো করা হয়ে ওঠেনি। তাই আমি আগামী শনিবার (২২শে সেপ্টেম্বর ২০১২) একটি উইকি মিটআপ করার প্রস্তাব করছি।

উইকিমিডিয়ার কমিউনিটি ফেলো তানভীর রহমানের কাছ থেকে বাংলা উইকিপিডিয়ায় সম্প্রতি পরিচালিত পাঠক জরিপের খুঁটিনাটি বিষয় এবং বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের জন্য তৈরি হতে যাওয়া নতুন সহায়িকা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম ও বিভিন্ন সাম্প্রতিক বিষয়ও আমাদের আলোচনায় থাকবে। আর চা-পুরির সাথে জম্পেশ আড্ডা তো থাকছেই:)

এবার একসপ্তাহ আগেই ঘোষণাটি করছি যাতে সবাই তাদের সময় ম্যানেজ করতে পারে। আপাতত আমার প্রস্তাবিত সময়সূচী ও মিটআপ এর বিস্তারিত এরকম:


মিটআপের তারিখ: ২২ শে সেপ্টেম্বর ২০১২, শনিবার

সময়: বিকাল ৪.০০ থেকে শুরু

স্থান: ধানমন্ডি লেক

ধানমন্ডি লেকের তিনটি স্থান আমার প্রস্তাবনায় আছে, আপনারা আপনাদের পছন্দ জানাতে পারেন:

১. ধানমন্ডি ৩২ নম্বর (জায়গাটা নতুন করে সাজানো হয়েছে)

২. ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের কাছে রবীন্দ্র সরোবর

৩. ধানমন্ডি রোড ৫/এ র লেকের বসার জায়গা (র‌্যাংগস আনাম প্লাজা ও মেডিনোভার মাঝের লেক, জাহাজ বাড়ির কাছে)


আপনাদের এ সংক্রান্ত যে কোন মতামত স্বাগত জানাই। আশা করছি সবার সাথে দেখা হবে আমাদের পরবর্তী উইকি মিটআপে।


ধন্যবাদ


আলী হায়দার খান (তন্ময়)

ট্রেজারার, উইকিমিডিয়া বাংলাদেশ