প্রিয় সবাই,
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি (Operations Committee) গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম পরিচালনার দায়িত্ব এই কমিটির ওপর ন্যাস্ত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহীবোর্ড সংগঠনের নিবার্হী সদস্য ছাড়াও অন্যান্য সদস্যদের এই কমিটিতে নিয়োগ দিবে। উইকিমিডিয়া বাংলাদেশের সাংগঠনিক কাঠামোর একটি স্থায়ী অংশ হবে এই নতুন কমিটি। এতে করে সংগঠনের কর্মকান্ডে নানামুখী অভিজ্ঞতার সমন্বয় করা সম্ভব হবে। উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে দেশব্যাপী আয়োজিত হতে যাওয়া কর্মশালাগুলোকে সামনে রেখে নতুন এই কমিটির ঘোষণা করা হচ্ছে। তবে পরিচালনা কমিটির বিশদ কাঠামো পরবর্তীতে ঘোষণা করা হবে।
পরিচালনা কমিটির (Operations Committee) সদস্যগণ হলেন:
Publication & Technical:
১. নাসির খান সৈকত
২. মইনুল ইসলাম
Media & Communication:
১. নুরুন্নবী চৌধুরী হাছিব
Outreach:
১. তানভির মোর্শেদ
২. নাহিদ সুলতান
৩. মহীন রিয়াদ
৪. আর কে হান্নান (সুফী)
Finance & Planning:
১. আলী হায়দার খান (তন্ময়)
আমরা আশাবাদী যে, নতুন পরিচালনা কমিটি উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমকে আরো গতিশীল করবে।
ধন্যবাদ
আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশ