প্রিয় সবাই,

শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট ব্রামিংহামের সহকারী অধ্যাপক, বাংলা উইকিপিডিয়ার বুরোক্র্যাট, শিক্ষক ডট কম ও বাংলা ব্রেইল প্রকল্পের উদ্যোক্তা রাগিব ভাই (ড. রাগিব হাসান) বর্তমানে দেশে আছেন। দেশে এসেই রাগিব ভাই নানা ধরনের কর্মকান্ডে ব্যস্ত সময় পার করছেন। সবমিলিয়ে আমরা রাগিব ভাইয়ের সঙ্গে একটা আড্ডার সময় পেয়েছি। আড্ডাটি আগামীকাল বিকেল ৪টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে (বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, ১২ কারওয়ান বাজার) অনুষ্ঠিত হবে।
আপনারা অনেকেই জানেন রাগিব ভাইয়ের বাংলা ব্রেইল প্রকল্প কিছুদিন আগে বেস্ট ববস পুরস্কার জিতেছে। এছাড়া তিনি দীর্ঘদিন ধরেই নিজের কাজের পাশাপাশি বাংলা উইকিপিডিয়া, শিক্ষক ডট কম ইত্যাদি নিয়ে কাজ করছেন। আমরা রাগিব ভাইয়ের সঙ্গে এসব নিয়েই আড্ডা দেব। থাকবে বাংলা ব্রেইল, বাংলা উইকিপিডিয়া, শিক্ষক ডট কম ইত্যাদি নিয়ে আলোচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বেসিস সভাপতি শামীম আহসানসহ বেসিস এবং অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

পুরো আয়োজনের যৌথ আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), উইকিমিডিয়া বাংলাদেশ, বেসিস ও বাংলা ব্রেইল কমিউনিটি।

এ আয়োজন সবার জন্য উন্মুক্ত। সবার আমন্ত্রন।

রাগিব ভাইয়ের সঙ্গে আড্ডা
স্থান: বেসিস মিলনায়তন (বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, ১২ কারওয়ান বাজার)
গুগল ম্যাপ: http://goo.gl/A5fc6r
সময়: বিকেল ৪টা
তারিখ: ২৮ মে ২০১৪

যে কোন প্রয়োজনে: নুরুন্নবী চৌধুরী হাছিব (০১৭১২ ৭৫৪ ৭৫২), তানভির মোরশেদ (০১৬৭৭ ৮৯০ ৯৪০)


--
Nurunnaby Chowdhury Hasive
Administrator | Bengali Wikipedia
Member | IEG Committee, Wikimedia Foundation
Social Media Interaction Expert | The Daily Prothom-Alo
Bangladesh Ambassador | Open Knowledge Foundation Network
Treasurer | Bangladesh Open Source Network (BdOSN)
Task Force Member | Mozilla Bangladesh
fb.com/nhasive | @nhasive | Skype: nhasive | www.nhasive.com