প্রিয় নুর,
আমরা চাই ঢাকা এবং ঢাকার বাইরে, বাংলাদেশের সবখানে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়ুক । আমাদের আউটরিচের উদ্দেশ্য সবার সম্পৃক্ততা বাড়ানো । এখানে আমাদের অনলাইন ও অফলাইন দুই রকম ভলান্টিয়ারই দরকার হবে । তাই যারা ব্যস্ততার করানে অফলাইন কার্যক্রমে অংশ নিতে পারবেন না তারা অনলাইনেও অনেক কাজে অংশ নিতে পারেন । আর আমরা বেশিরভাগ মিটআপ করি ছুটির দিনগুলোতে, তাই মাঝে মাঝে মিটআপে আসলে সবার সাথে যোগাযোগ বাড়ে ।
তাই যারা ঢাকা ও ঢাকার বাইরে আছেন তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে কি ধরণের কাজ করতে চান সেটা জানান, যদি কেউ অনলাইন কার্যক্রমে অংশ নিতে চান তাকেও আমরা স্বাগত জানাই ।
ধন্যবাদ
আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশ
ধন্যবাদ।
মিটাপের অন্তত ৭ দিন আগে থেকে জানিয়ে দিলে সুবিধা হয় সবার জন্য আমি মনে করি।
ভাই শুধু ঢাকার বাইরের লোকজনই তাদের প্রয়োজন জানাবে, আমরা যারা ঢাকাবাসী কিন্তু কাজ করতে পারি না, তাদের কি হবে? :(
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh
2048R/89C932E1
Volunteer, FOSS Bangladesh && Mozilla Reps
01199151550
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd