উইকিপিডিয়ানদের আড্ডা হলে খুব ভালো হবে । আমি আশা করি থাকতে পারবো । তবে শুক্রবারে হলে আমার জন্য সুবিধা হয়। আর খাওয়া-দাওয়া এর ব্যাপারে আমার কোন আপত্তি নাই।

খাওয়া ছাড়াও যে কাজ গুলি করা যায় বলে বলে আমার মনে হয়
* উইকির সিডি প্রকল্পের জন্য বিশেষ কোন সিদ্ধান্ত নেয়া যায়। যেমন প্রকাশের সম্ভাব্য কোন তারিখ ঠিক করা বা নির্দিষ্ট সংখ্যক প্রবন্ধ সম্পূর্ণ করা।
* সদস্যদেরকে আরও সক্রিয় করা, নতুনদের কাজে লাগানো । অনেকেই আছে যারা কাজ করতে চাইছে কিন্তু তাকে সাহয্য করার মত কেউ নাই।
* বাংলা উইকি জনপ্রিয় করার জন্য কি কি কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা করা। কোন বিশেষ বিশ্ববিদ্যালয় বা এলাকাতে বাংলাউইকি নিয়ে দিনব্যাপি উৎসবের মত কিছু করা ।
* ঢাকার বাইরে আরও বেশী উইকিপিডিয়ান তৈরী করা, তাহলে ঐ এলাকার বিশেষ কিছু প্রবন্ধ তৈরী করা যাবে।

অথবা কিছু না করেই শুধু ঘুরে বেড়ানো যায়।


বিভিন্ন ব্লগসাইট বা ফোরামে জানানো যায় যে আমাদের মেইলিং লিস্ট যোগ দিন। এই কাজটি সিনিয়র কেউ করলে ভালো হয়। আমি লিখলে অনেকেই হয়তো বলতে পারেন আমি উইকির কি বা হয়তো বিশ্বাস করবে না।


১৪ জুন, ২০০৯ ৪:০১ pm এ তে, Belayet Hossain <bellayet@gmail.com> লিখেছে:
জুন মাসে বাংলা উইকিপিডিয়ার পাচঁ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষ্যে দেশের সকল উইকিপিডিয়ানরা (ইংরেজী ও বাংলা) কি কোন আড্ডাতে বসতে পারি? আড্ডাটা কোনো রেস্টুরেন্টে হতে পারে। খাবারটা হয়তো হিজ হিজ হুজ হুজ হল। কি বলেন সবাই? আর কি করা যেতে পারে এবং কিভাবে করা যেতে পারে, জানাতে পারেন।

পরিচিত উইকিপিডিয়ানদের এ মেইলিং লিস্টে যোগ দেওয়ার অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

বেলায়েত
--
Belayet Hossain
http://www.facebook.com/profile.php?id=597135861
Knowledge is universal
             ...so share it.

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--

Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
www.nasirkhan.co.cc
nasir8891.wordpress.com