Prodip, M. A. & Roy, G. (2023). The Role of ‘Home School’ in Improving Sustainability for Rohingya Refugees in Bangladesh. Sustainability, 15(15), 1-21, https://doi.org/10.3390/su151511860Educational
_______________________________________________সুধী,আপনাদের সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৭ জানুয়ারি ২০২৪ তারিখে উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার এজেন্ডার অংশ হিসেবে নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সদস্যবৃন্দ ভোট প্রদান করেন। উল্লেখ্য, ভোট গ্রহণ প্রক্রিয়া গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয় যা অনলাইন ভোটিং সিস্টেম ইলেকশনবাডি ব্যবহার করে পরিচালনা করা হয়।ভোটের ফলাফল অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালে নির্বাহী পরিষদের সদস্যবৃন্দরা হলেন:১. শাবাব মুস্তাফা (সভাপতি)২. মাসুম আল হাসান (সাধারণ সম্পাদক)৩. মহীন রীয়াদ (কোষাধ্যক্ষ)৪. আলী হায়দার খান৫. তানভির রহমান৬. অংকন ঘোষ দস্তিদার৭. আর কে হান্নান৮. দোলন প্রভা৯. তানবিন ইসলাম সিয়ামউল্লেখ্য, নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ নিজেদের মধ্যে আলোচনা ও ভোটাভুটির মাধ্যমে অফিস বিয়ারার (সভাপতি, সাধারণ সম্পাদক, ও কোষাধ্যক্ষ) নির্বাচন করেন।নির্বাচনের ফলাফল ও নির্বাচন বিষয়ক সকল তথ্য পেতে দেখুন: https://bd.wikimedia.org/s/2i3অফিস বিয়ারার নির্বাচনের রেজোলিউশন: https://bd.wikimedia.org/s/2ksভালো থাকুন সবাই। ধন্যবাদ।তানভির
Wikimedia-BD mailing list -- wikimedia-bd@lists.wikimedia.org
To unsubscribe send an email to wikimedia-bd-leave@lists.wikimedia.org