সরাসরি সাক্ষাত বা মিটআপ আয়োজন সংক্রান্ত আলোচনা।
এজেন্ডাতে এট যোগ করার অনুরোধ করছি।
বেলায়েত
সদস্যবৃন্দ,
উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত অনলাইন আলোচনাসভার ষষ্ঠ সভাটি বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০০৯ রাত ১১:০০টায় (ডিএসটি) অনুষ্ঠিত হবে। আগামী সভার জন্য মেটাতে মিটিং পাতা খোলা হয়েছে, যার জন্য [১] নং লিঙ্কে ক্লিক করুন। সভার প্রাথমিক আলোচ্য বিষয় রাখা হয়েছে দুটি—
- উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিপিডিয়ার জন্য আগামী ছয় মাস/এক বছরে কী করতে পারে সে লক্ষ্য ঠিক করা।
- উইকিমিডিয়া বাংলাদেশের গঠনতন্ত্র প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক রূপ প্রদান।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুটি ইস্যুতে আলোচনার জন্য সবাইকে অংশ নেওয়ার বিশেষ অনুরোধ করা যাচ্ছে। এছাড়া আপনার আরো আলোচ্য বিষয় এই মেইলিং থ্রেডে প্রস্তাব করতে পারেন। ধন্যবাদ।
[১] http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh/Online_Meeting_2009-10-15
তানভির
উইকিমিডিয়া বাংলাদেশ
http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
Keep your friends updated— even when you’re not signed in.
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd