2011/2/14 Tanvir Rahman
<wikitanvir@gmail.com>
ব্যাপারটি দারুণ। আমার মনে আছে, আমার উইকিপিডিয়ার সাথে পরিচয়-ই হয়, মেলার বাইরে বিডিওএসএন-এর ঐ ব্যনার দেখে। তারপর নেটে ঘেঁটে পাই রাগিব ভাইয়ের টিউটোরিয়াল। তা ২০০৯-এর কথা, কিন্তু ঐ ব্যানার নিয়ে দাঁড়ানোর ব্যাপারটায় আবেগ এখনও আছে। আশা করছি ঐ দিন দেখা হবে সবার সাথে।
প্রথম যখন দাঁড়ানো হতো, জিজ্ঞসে করেছিলাম মুনির ভাইকে - এভাবে শুধু দাঁড়িয়ে থাকলে কি কোন লাভ হবে। উনি বলেছিলেন, "আজকে হবেনা। তবে খুব শীঘ্রই হবে। একজন অনুপ্রাণিত হলে, সে আরো দশজনকে অনুপ্রাণিত করবে।" মুনির ভাইয়ের কথা, বিশ্বাস করেছিলাম। আর আজ ফল স্বচক্ষে দেখছি। অনেক ভাল লাগছে। যদিও আত্মতৃপ্ত নই। শত ব্যস্ততার মধ্যেও মুনির ভাই ছোট অথচ গুরত্বপূর্ণ কাজ গুলো মিস করেন না। শুরু করার পর হতে আজ পর্যন্ত মিস করে নাই এই দাঁড়িয়ে থাকা। তানভির কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কিন্তু আরও অনেকেই আছেন যারা বিডিওএসএনের ব্যানার দেখেই উইকিপিডিয়া সম্পর্কে প্রথম জেনেছেন।
আজ ভালবাসা দিবসে, মুনির ভাইকে কৃতজ্ঞতা জানাই। আমার এবারের ভ্যালেন্টাইন মুনির ভাই।
ধন্যবাদ সকলকে
মাহে আলম খান