আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়াতে ইচ্ছে করলেই কারো জীবনী যুক্ত করা যায় না। সেই ব্যক্তিকে নির্দিষ্ট কিছু উল্লেখযোগ্যতার নীতিমালা পার হতে হয়। নীতিমালাগুলো পাবেন এই লিংকেঃ
আপনি যদি মনে করেন আপনি এই নীতিমালা অনুসারে উল্লেখযোগ্যতা অর্জন করেছেন তাহলে অবশ্যই আপনার জীবনী যুক্ত করা যেতে পারে। তবে মনে রাখবেন, এই উল্লেখযোগ্যতা কিন্তু বাস্তব জীবনে আপনি কেমন তার উপরে নির্ভর করে না সুতরাং ভুল বুঝবেন না।
Date: Sun, 22 Nov 2015 15:14:35 +0600
From: sumitbanikktd.guc@gmail.com
To: wikimedia-bd@lists.wikimedia.org
CC: wikipedia-bn@lists.wikimedia.org
Subject: Re: [Wikimedia-BD] উইকিপিডিয়া স্কুল প্রোগ্রাম
প্রিয় সহযোগী,
শুভেচ্ছা নিবেন।
আশা করি ভাল আছেন।
আপনাদের সকলের কর্ম উদ্দীপনা ডিজিটাল বাংলাদেশ রূপায়ণে সত্যি স্বপ্ন দেখায়, নিজেও অনুপ্রাণিত হই আপনাদের আশা জাগানিয়া কর্মকান্ড দেখে।
আমি উইকিপিডিয়াতে অসংখ্য মানুষের বায়োগ্রাফি দেখেছি, আমিও আমার বায়োগ্রাফিটিকে উইকিপিডিয়া দেখতে চাই।
আমি এ বিষয়ে বিস্তারিত জানতে সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।
শুভেচ্ছান্তে-
সুমিত বণিক
০১৭৫৮-২০৩৪০৩
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd