খালি ২০০০ নিবন্ধ থাকার ব্যাপারটা খুবই হতাশাজনক। বাংলা উইকিপিডিয়ার ভুক্তিগুলোর গড় সাইজের একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে! এ বিষয়ে হাসিব ভাইয়ের আইডিয়াটা নিঃসন্দেহে চমৎকার। প্রতি মাসে একটি করে বিষয়শ্রেণী বেছে নিয়ে সেটির অতি গুরুত্বপূর্ণ ৩০-৪০ টা নিবন্ধ তৈরি বা বর্ধিত করতে পারলেও চমৎকার কাজ হবে। আর এভাবে ছোট ছোট টার্গেট নিয়ে নামলে তা অর্জন করা মোটামুটি সহজ হয়, অন্ততঃ বছরে ১০০০ নিবন্ধ তৈরি করার চেয়ে অনেকখানি কম ভীতিকর শোনায় :D, আর কাজে নতুনত্বও থাকে। আর এ কাজে হাতের পাঁচের আইডিয়াটা আমরা ব্যবহার করতে পারি - একটা তালিকা মতো থাকবে ফলে কাজের একটা হিসাব ও দিকনির্দেশনা থাকবে। সামনে ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস, ফলে বাংলাদেশের স্বাধীনতা ও ইতিহাস আগামী মাসের বিষয় হতে পারে (একটু আঞ্চলিক হয়ে গেল কি?)। এমন করে ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা সংক্রান্ত ভুক্তি এবং অবহেলিত অন্যান্য ক্যাটাগরিও জাতে ওঠানোর ব্যবস্থা করা যায়। আমরা এমনিতেই উইকিতে নানান কাজে বিজি (!!) থাকি, তবে প্রতিদিন/ প্রতি দুই দিনে আধ ঘন্টা মতো সময় করে লিখলেও কাজটা চালানো যাবে বলে মনে হয়।
--ফয়সল হাসান।

2009/11/21 Haseeb Mahmud <haseeb.mahmud@gmail.com>
১.

বিষয়টা আমি বেশ কিছুদিন আগে (সম্ভবত উইকি গ্রুপটাতে) সবারে নজরে এনেছিলাম । আমার প্রস্তাবনা ছিলো একধরনের বুট ক্যাম্পের আয়োজন করা । যেখানে যেকোন একদিন একেকটা ক্যাটাগরি ধরে ধরে একসাথে সবাই বসে ভুক্তিগুলো ঠিক করবে । সার্বক্ষণিক সহযোগিতার জন্য তখন কোন অভিজ্ঞরা থাকবেন যাতে করে কোন প্রশ্ন থাকলে সাথে সাথে সেটা সমাধান করা যায় ।

একটা উদাহরন দেই । ধরা যাক আমরা ঠিক করলাম আগামী দুই সপ্তাহ আমরা "ভাষা" ক্যাটাগরির ভুক্তিগুলো মানুষ করার চেষ্টা করবো । এটা করতে কর্মপদ্ধতি এরকম হতে পারে -

ক. গ্রুপে ঘোষণা দেয়া যে আমরা এই বিষয়শ্রেনী নিয়ে এত তারিখ থেকে এতো তারিখ পর্যন্ত মানোন্নয়নের কাজ করবো ।এখানে গ্রুপ ছাড়াও ব্যক্তিগত যোগাযোগ কাজ লাগাতে হবে ।
খ. এরপর দরকার মোট ভুক্তি গুনে সেটার কাজ ভাগ করে নেয়া । একেকজন তার ওপর দায়িত্ব পাওয়া টপিকগুলো নিয়েই কাজ করবে শুধু । এতে করে ওভারল্যাপিঙের সমস্যা থেকে বাঁচা যাবে ।
গ. কাজের অগ্রগতি কি হলো সে বিষয়ে কেউ একজন নজরদারি করবে । দরকার মতো একটা রিভিউ করে পরবর্তী বুট ক্যাম্পের জন্য কাজের ধারায় সংশোধন প্রস্তাব করবে ।

২.

আমার ব্যক্তিগত ধারনা মানুষ অনেকসময় কোনটা নিয়ে কি লিখবে বুঝে উঠতে পারে না । এক্ষেত্রে কাউকে যদি একটা নির্দিষ্ট কাজ ধরিয়ে দেয়া যায় তাহলে সেই কাজ শেষ হবার সম্ভাবনা বাড়বে ।

আমরা সবাই জানি কি করতে হবে । অতএব, দেরি না করে এই উইকেন্ডেই কাজ শুরু করে দেয়া যায় ।


/ হাসিব