অনেক অনেক অভিনন্দন..খবরটা শুনেই অনেক ভালো লেগেছে..

2012/4/27 mak <mahayalamkhan@gmail.com>


2012/4/27 Shabab Mustafa <shabab.mustafa@gmail.com>
সুধী,

আপনাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই অবগত আছেন যে গত ৩০ মার্চ, ২০১২
উইকিমিডিয়া ফাউন্ডশেন বোর্ডে তহবিল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম সম্পর্কিত
কিছু সিন্ধান্ত[১] গৃহীত হয়। সেই মোতাবেক উইকিমিডিয়া ফাউন্ডেশনের তহবিল
বন্টনের জন্য একটি আলাদা কমিটি (Funds Dissemination Committee)[২] গঠন
এবং এই কমিটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য পরামর্শকদের একটি দল
(Funds Dissemination Committee Advisory Group)[৩] গঠনের সিদ্ধান্ত নেয়া
হয়।

এই পরামর্শক দলের প্রস্তাবিত কাঠামো ছিল:[৪]

   * ২/৩ জন উইকিমিডিয়ান/পিডিয়ান যারা বর্তমানে কোন চ্যাপ্টারের সাথে যুক্ত নয়,
   * এটা বড় চ্যাপ্টারের বোর্ড সদস্য (২.৫ লাখ বা এর বেশি ডলার বাজেট),
   * একটা ছোট চ্যাপ্টারের বোর্ড সদস্য,
   * বড় একটা চ্যাপ্টারের সিনিয়ির নির্বাহী ,
   * উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্যাস্টি বোর্ড এর ২ জন সদস্য,
   * ফাউন্ডেশনের ২ জন স্টাফ এবং
   * বাইরের ২ জন বিশেষজ্ঞ যাদের উইকিমিডিয়া মুভমেন্ট এর সাথে কোন
সম্পৃক্ততা নেই কিন্ত ফান্ড বন্টনের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা রয়েছে ।

এই পরামর্শক দলের মনোনীত হয়েছেন আমাদের উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের
কোষাধ্যক্ষ আলী হায়দার খান[৫] (যিনি তন্ময় খান নামেও পরিচিত)।

সকল বাংলাদেশী উইকিপিডিয়ান, উইকিমিডিয়া বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলের জন্য এটি একটি গৌরবের বিষয়।
 
 ব্যক্তিগত
জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রসাশন (অর্থায়ন)-এ স্নাতক
সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি প্রখ্যাত আর্থিক
প্রতিষ্ঠানে Credit analyst & Loan appraiser হিসেবে কর্মরত রয়েছেন।[৬]

দৃঢ়ভাবে আশা করি, তিনি তার প্রাতিষ্ঠানিক পেশাগত দক্ষতা প্রয়োগ করে, উল্লেখিত পদের দায়িত্ব এবং অর্পিত কর্ম সম্পাদনে সফল হবেন।

 

এই পরামর্শক দলে মনোনীত হওয়ায় তন্ময় ভাইকে আন্তরিক অভিনন্দন।

আলী হায়দার খান কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি।


শুভেচ্ছান্তে
মাহে আলম খান

_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




--
Best Regards,
Nurunnaby Chowdhury Hasive

User: nhasive