প্রিয় সুহৃদ,

আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা উইকিপিডিয়ার একজন অত্যন্ত সক্রিয় সম্পাদক এবং প্রশাসক, তানভির রহমান[১] সম্প্রতি উইকিমিডিয়া মিডিয়া ফাউন্ডেশনে কমিউনিটি ফেলো হিসেবে যোগদান করেছেন।[২] এই ফেলোশিপ প্রকল্পে তার মূল কাজ হচ্ছে বিভিন্ন ভাষার ছোট আকারের উইকিগুলোর সক্রিয়তাকে উৎসাহিত করার লক্ষ্যে অন-উইকি কৌশলসমূহ নিয়ে গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা করা। এই প্রকল্পে তার কাজের প্রথম পছন্দ বাংলা উইকিপিডিয়া।

তানভির রহমান ২০০৯ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় অবদানকারী হিসেবে কাজ করে যাচ্ছেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উইকি আন্দোলন নিয়ে কাজ করছেন সমসাময়িক সময় থেকে। ছোট উইকি পর্যবেক্ষক দল[৩], ধ্বংসপ্রবণতাবিরোধী নেটওয়ার্কসহ[৪] বেশকিছু প্রকল্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। মিডিয়া উইকির স্থানীয়করণ প্রকল্প ট্রান্সলেটউইকিতে বাংলা ভাষায় অনুবাদক হিসেবে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।[৫] ২০১১ সালের ফাউন্ডেশনের স্টুয়ার্ড নির্বাচনে[৬] তিনি ফাউন্ডেশনের স্টুয়ার্ড হিসেবে নির্বাচিত হন।[৭] সেইসাথে তানভির রহমান বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন।

তানভিরকে অভিনন্দন! আশা করছি কমিউনিটি ফেলো হিসেবে তার গবেষণা বাংলা উইকিপিডিয়াসহ বিশ্বের অন্যান্য ছোট উইকিগুলো সমৃদ্ধকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ধন্যবাদ।


তথ্যসূত্র:
======
১।  http://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:Wikitanvir
২।  http://blog.wikimedia.org/2012/05/16/announcing-community-fellows-tanvir-rahman-and-steven-zhang/
৩।  http://meta.wikimedia.org/wiki/Small%20Wiki%20Monitoring%20Team
৪।  http://meta.wikimedia.org/wiki/Countervandalism_Network
৫।  http://translatewiki.net/w/api.php?format=xml&action=query&list=users&ususers=Wikitanvir&usprop=editcount
৬।  https://meta.wikimedia.org/wiki/Stewards/elections_2011-2
৭।  https://meta.wikimedia.org/wiki/Stewards/elections_2011-2/Statistics#Summary

---
Shabab Mustafa