প্রিয় সবাই,

শুভেচ্ছা। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা একটা অনলাইন এডিট-এ-থন করতে চাই। ওই দিন আমরা সফল নারীদের (নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, তারকা ইত্যাদি) নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় যোগ করতে চাই। কাজটা যেহেতু অনলাইনে তাই চাইলে যে কেউ এ আয়োজনে অংশ নিতে পারেন। দিনব্যাপী চলবে এডিট-এ-থন। দিনটিতে আমরা শুধু নারীদের নিবন্ধগুলো করতে চাই। ইংরেজি ভাষায় যে নিবন্ধ আছে সেগুলোকেই বাংলায় অনুবাদের মাধ্যমেই আমরা এ এডিট-এ-থনে যোগ দিতে পারি।

* রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় ৮ মার্চৃ শুধুমাত্র নারীদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করেছে। 

সকলের মতামত ও সহযোগিতা কাম্য।

-হাছিব


--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia