সালাম সবাইকে।
আমার ছেলেকে বিশ্বযুদ্ধের ইতিহাস জানাতে যেয়ে দেখলাম বাংলা
উইকিপিডিয়ায় খুব সামান্য নিবন্ধ আছে। তাই ইংরেজি উইকিপিডিয়া থেকে কয়েকটা নিবন্ধ বেছে নিলাম অনুবাদের জন্য।
বর্তমানে বাংলাদেশ চ্যাপ্টার গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছে তা স্থগিত রাথার অনুরোধ রাখছি।আগামী এক বা দুই বৎসর যারা--
- নতুন নিবন্ধ সৃষ্টি
- অনুবাদকরন
- উইকিপিডিয়ার বিভিন্ন প্রকল্প সমৃদ্ধকরন
- কারিগরী সহায়তা
- অন্যান্য সহায়তা
এসকল কাজে যাঁরা বেশি অবদান রাখবেন তাদের নিয়ে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেয়া যেতে পারে।
সবাই আরো কিছুদিন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার কাজ-এ সময় দেওয়াটাকে গুরুত্ব দেবেন আশাকরি।
আল্লাহ হাফিয
Qmunir