প্রিয় সুধি
আসসালা-মু 'আলাইকুম
স্বাগতম উইকিবার্তার ২০১৯-এর অক্টোবর সংখ্যায়।
ওয়েব সংস্করণ পড়তে ক্লিক করুন:
এবারের সংখ্যার মূল আকর্ষণ উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক "ক্যাথরিন মা'র"-এর সাক্ষাৎকার, উইকি-আন্দোলন সম্পর্কে তাঁর চিন্তা-ভাবনা, ভালো-লাগা, আশাবাদ - সবই উঠে এসেছে সুন্দর করে। আছে বাংলা উইকিপিডিয়া যাঁদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছে, তাঁদের একজন রাগিব হাসান-এর স্মৃতিকথন। আছে বাংলাদেশে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একমাত্র অনুমোদিত চ্যাপ্টার "উইকিমিডিয়া বাংলাদেশ"-এর নবম বছরে পদার্পণ উপলক্ষে সালতামামী। মোট ২৭টি ভালো মানের লেখার এক পাওয়ারপ্যাক।
বরাবরের মতোই আমরা, ফেসবুক কমেন্ট ফিচারের সহায়তায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করি - জানতে চাই আপনাদের মন্তব্য, ভালোলাগা, মন্দলাগা...।
ধন্যবাদ উইকিবার্তার প্রদায়কদের, সম্পাদকমণ্ডলীকে, কারিগরী দল এবং স্বেচ্ছাসেবকদেরকেও।
স্বাগতম!