গত ৮০+১ প্রজেক্টের সময় ৮০টি বাজারের পাশাপাশি এলাকা আনেক ছবি আমরা তুলেছি।
http://picasaweb.google.com/basecamp.markets
http://www.machizo.com/80plus1
প্রতিটি স্থানের উপর অনেক ছবি রয়েছে। পাশাপাশি প্রতিটি বাজার আর স্থানের উপর আমরা ছোট ছোট ভিডিও তৈরী করেছি।
http://www.youtube.com/basecampmarkets#g/u
http://www.youtube.com/basecampmarkets
অধিকাংশ ছবি তুলেছেন আমাদের ফটোগ্র্রাফার জে. আলম/ মাচিজো । যথাযথ নাম উল্লেখের মাধ্যমে যে কোন ছবি ব্যবহার করতে পারেন।
এছাড়া, কোন লেখা প্রকাশের পর অথবা শিরোনাম যদি পাঠান, আমাদের কাছে থাকলে অবশ্যই পাঠাবো । এক্ষেতে ঠিকানা আর আপলোড এক্সেস পেলে আমরা সরাসরি এখান থেকে আপলোড করে দিবো।
শুভ কামনায়
সিরাজ
প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি উইকিপিডিয়ায় ছবি দিয়ে সাহায্য করার আগ্রহের জন্য।
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, এখানকার নিবন্ধগুলির দিকেই সবসময় প্রাধান্য দেয়া হয়। সেই সাথে নিবন্ধের বিষয় সংশ্লিষ্ট ছবি দেয়া থাকলে সেটি সহজে বুঝতে পারা যায়। এদিক থেকে বলতে গেলে উইকিপিডিয়ায় যত নিবন্ধ আছে প্রতিটির জন্যই ছবি প্রয়োজন।
আপনি যদি উইকিপিডিয়ার জন্য ছবি তুলতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ হল আপনি আপনার নিজের আগ্রহের দিকটি থেকে শুরু করুন। উদাহারণ স্বরূপ বলা যায় হয়তো আপনার ঐতিহ্যবাহী/ দর্শনীয় স্থানের ছবি তোলার প্রতি আগ্রহ রয়েছে এক্ষেত্রে আপনি সেই ছবিগুলি উইকিপিডিয়ায় দিতে পারেন। আপনি যদি ঢাকায় অবস্থান করেন সেক্ষেত্রে ঢাকার মসজিদ/ মন্দির/ গির্জার ছবি তুলতে পারেন।
তবে খেয়াল রাখতে হবে ছবিটি যেন নির্দিষ্ট বিষয়ভিত্তিক হয়। অর্থাৎ ছবিটি দেখে যেন বুঝতে পারা যায় যে সেটি কিসের ছবি। উদাহারণ হিসাবে নয়াবাদ মসজিদের[1] এই ছবিটি[2] দেখতে পারেন। ছবিটি দেখে প্রাথমিকভাবে বুঝতে পারা যাচ্ছে যে এটি একটি মসজিদ এবং ছবির সাথের বর্ণনা থেকে জানা যাচ্ছে এটির নাম কি এবং কোথায় অবস্থিত।
একইভাবে আপনি যদি নতুন কোন ছবি দিতে চান তবে ছবিটির সাথে সামান্য হলেও বর্ণনা লিখে দিন যেন যারা ছবিটি প্রথমবার দেখছেন তারা যেন বিষয় সম্পর্কে সাধারণ ধারণা পায়।একইভাবে দেশের বা দেশের বাইরের কোন অনুষ্ঠান, খাবার, ফল, ফুল, পাখি সহ অন্যান্য সকল বিষয়ের ছবিই উইকিপিডিয়ায় দেয়া যাবে।
উইকিপিডিয়ায় এমন অনেক নিবন্ধ আছে যেগুলির সাথে সংশ্লিষ্ট ছবি নেই, সেই ছবিগুলিও দেয়া যেতে পারে পাশাপাশি নতুন নিবন্ধও শুরু করা যাবে। উদাহারণ হিসাবে আমার নিজের কথাই বলতে পারি। কিছু দিন আগে আমি সিলেটে গিয়ে "চোঙ্গা পিঠা"[3] নামের নতুন একটি খাবার খেয়েছি। ইচ্ছা আছে আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে উইকিপিডিয়া একটি নিবন্ধ তৈরী করবো এবং সাথে আমার তোলা ছবিগুলিও যুক্ত করে দেব।
আশা করছি উইকিপিডিয়ায় নিয়িমিত হবেন।
ধন্যবাদ
নাসির খান সৈকত
[1] - http://bn.wikipedia.org/wiki/নয়াবাদ_মসজিদ
[2] - http://commons.wikimedia.org/wiki/File:Noyabaad_Mosque_(6).jpg
[3] - http://www.flickr.com/photos/nasir-khan/sets/72157625199784565/
2010/11/26 Siraj Shahjahan <siraj@machizo.com>আমাদের আরকাইভে প্রচুর ছরি আছে. কি ধরনের ছবি দরকার?
শুভকামনায়
সিরাজ2010/11/24 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
সানন্দে, একটা ল্যাপটপ থাকলেই হবে।
তানভির
2010/11/23 Belayet Hossain <wikiphotos@bdosn.org>
আগামী মিটআপে এর একটি ডেমন্সট্রেশন হলে খুব ভাল হয়। তানভীরকে আগামী মিটআপে এর একটি ডেমন্সট্রেশন দেওয়ার অনুরোধ রইলো। তাতে নতুন পুরাতন উপস্থিত উইকিপিডিয়ান তার কাছ থেকে হাতেকলমে এ বিষয়টি শিখে নিতে পারবে। এতে বেশ কিছু স্বেচ্ছাসেবক তৈরি হবে। উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে যে ছবি সংগ্রহের কর্মসূচি প্রস্তাব করা হয়েছে সেখানে এ পদ্ধতি অনুসরণ করা যাবে।
বেলায়েত--2010/11/23 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
আসলে আমি এই পদ্ধতিটা ইন্ট্রোডিউস করেছি-ই আমরা ছবি সংগ্রহের জন্য যে মেলা/ওয়ার্কশপ করবো সেটির জন্য। আমাদের দরকার শুধু কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার, কার্ড রিডার। ইন্টারনেটও দরকার নেই (পরে আপলোড করা হবে)। আমজনতা যে যেভাবে পারেন, হার্ড-কপি, সফট কপিতে (সিডি/ডিভিডি, পেনড্রাইভ, মেমেরি কার্ড, মোবাইল ফোন) করে নিয়ে আসবেন। আমাদের দায়িত্বে থাকা ভলান্টিয়াররা ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে, ফর্মে নাম সহ প্রিন্ট করে দেবেন, আর অথর শুধু জায়গা মতো স্বাক্ষর ও নাম দেবেন। ব্যাপারটা সত্যিকার অর্থে মোবাইলের সিম কেনার মতো। অথর খালি ছবি আর সাইন-ই দেবেন। বাদবাকি ঝামেলা আমাদের ভলান্টিয়াররা সামলাবেন।
আমাদের শুধু কিছু স্বেচছাসেবী চাই সাহায্য করার জন্য। ব্যাপারটা যখন আমরা মেলা বা ওয়ার্কশপ আকারে করবো, তখন সিস্টেমেটিক ওয়েতে করলে কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে, সময়ও কম লাগবে।
তানভির2010/11/23 Ragib Hasan <ragib@bdosn.org>চমৎকার কাজ, তানভির।
এই লেখাটা ব্লগে ব্লগে দেয়া দরকার। তবে তার পাশাপাশি আম-জনতার কথাও খেয়াল
রাখতে হবে, যারা MD5 হ্যাশ বের করার ঝামেলা দেখলে উৎসাহ পাবে না।
বিডিওএসএনের wikiphotos সার্ভিসটা এ কারণেই আমি শুরু করেছিলাম, যাতে করে
আম জনতা কেবল একটা ইমেইল পাঠিয়ে ছবি দান করতে পারে।
বিশাল সংখ্যক ছবি, বিশেষ করে ডিজিটাল নয়, এমন ছবি আপলোড করতে হলে
স্ক্যানিং এর বিকল্প নেই।
ছবি মেলার আয়োজন করা যেতে পারে, অথবা যেকোনো মেলায় ছবি স্ক্যানিং এর জন্য
ওয়ার্কশপ করা যেতে পারে।
--
রাগিব
2010/11/23 Munir Hasan <munir.hasan@bdosn.org>:
> গ্রেট ওয়ার্ক, তানভীর।
>
> তবে, সাধারণ লোকেরা বা বিশেষ লোকেরা এভাবে ছবি দিতে আগ্রহী হবে না বলে আমার মনে
> হয়। আমাদেরকে আর একটু বাড়তি কষ্ট করতে হবে। ড. রফিকুল ইসলামের কাছ থেকে আমরা
> তার ১৯৫২ সালের ছবিগুলোর হার্ডকপি নিয়েছিলাম। সে সঙ্গে তিনি একটি কাগজে
> লাইসেন্স বক্তব্যটি লিখে দেন। বিডিওএসএন থেকে আমরা এ জন্য একটি অনুষ্ঠানের
> আয়োজন করি।এরপর প্রথম আলোতে সেগুলো স্ক্যান করে সিডিটি নিয়ে যান বেলায়েত এবং
> সেগুলো আপলোড করেন।
> চট্টগ্রামের আজিম একটি সিডি চট্টগ্রামে আমার হাতে দেন যদিও সেটি পড়া যাচ্ছে না।
> আমরা হয়তো সেটিও আপলোড করতে পারবো।
> কাজে, গণ ছবি দেওয়ার ক্ষেত্রে লোকজনকে সিডি দিতে উতসাহিত করাটা ভাল।
> আমি এখন কয়েকজনের সঙ্গে আলাপ করছি কিছু বিরল ছবির জন্য। সেগুলো আমাদেরকে
> স্ক্যান, আপলোড করতে হবে, তিনি কেবল সম্মতি দেবেন। বিডিওএসএন অফিস বা অন্য কোন
> জায়গা থেকে ভলান্টিয়াররা তারপর সেটি কমন্স-এ আপলোড করতে পারবেন।
>
> তবে, যারা নিজেরা কষ্ট করে ঐ কাজটা করবেন, তাদেরকে এ জগতে ধরে রাখার কায়দা
> কানুনগুলো আমাদের আরো ভালভাবে রপ্ত করতে হবে। যাতে তারা হয়রান বোধ না করেন।
>
> সুন্দরবনের ওপেন সোর্স কংগ্রেসে আমরা বাংলা উইকি আনকনফারেন্স চূড়ান্ত করতে
> পারবো বলে আশা করছি।
>
> সবার জন্য শুভেচ্ছা।
>
>
> মুনির হাসান
>
> 2010/11/23 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
>>
>> অবশ্যই। সেই সাথে আপনারা ব্লগের নিচে উইকিমিডিয়া-বিডি মেইলিং লিস্টের
>> আর্কাইভে থাকা এই ই-মেইলটির কপির লিংকও দিতে পারেন। লিংকটি পাবেন
>> http://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/2010-November/000361.html
>> ঠিকানায়। এছাড়া ঐ পাতাটির একেবারে নিচে থাকা
>> http://lists.wikimedia.org/pipermail/wikimedia-bd/attachments/20101123/51c7a05d/attachment-0001.doc
>> লিংকে ক্লিক করে ফর্মটিও ডাউনলোড করতে পারবেন।
>>
>> আরেকটা ব্যাপার একটু পরিষ্কার করি, কীভাবে ছবির কপিটির স্বতন্ত্রতা যাচাই করা
>> হবে। ছবিটির ফিঙ্গারপ্রিন্ট কমন্সের ছবির বর্ণনা পাতায় প্রদর্শিত হবে না। তাই
>> কোনো ওটিআরএস মেম্বার পুনরায় যাচাই করতে চাইলে নিজের কম্পিউটারে ছবিটি নিয়ে
>> তারপর ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করে মিলিয়ে দেখতে পারবেন। তখনও আইডিটি একই থাকবে।
>>
>>
>> তানভির
>>
>> 2010/11/23 goutam roy <gtm_roy@yahoo.com>
>>>
>>> ধন্যবাদ তানভীর ভাই, সুন্দর এই পদ্ধতিটি বর্ণনা করার জন্য। আমি অনুরোধ
>>> করবো আপনি যদি কোনো ব্লগে লিখেন, তাহলে সেখানে সেটি পোস্ট করার জন্য। আর না
>>> লিখলে আমরা যারা বিভিন্ন ব্লগে লিখি তারা নিজের মতো করে এটি ছড়িয়ে দিতে পারি।
>>> ব্লগারদের আহ্বান করছি এই কাজটি তাড়াতাড়ি করার জন্য। মানুষকে এ ব্যাপারে আগ্রহী
>>> করা দরকার।
>>>
>>> .....................
>>> Goutam Roy
>>> Research Coordinator
>>> Research, Evaluation and Dissemination
>>> Plan Bangladesh
>>> Bangladesh Country Office
>>> House 14, Road 35
>>> Gulshan 2, Dhaka 1212
>>> Bangladesh
>>> T + 88-02-9861599, 9860167
>>> M+ 88-01612018951, 01712018951
>>> goutam.roy@plan-international.org
>>> www.plan-international.org
>>> www.bdeduarticle.com
>>>
>>> ________________________________
>>> From: Tanvir Rahman <wikitanvir@gmail.com>
>>> To: Discussion list for Bangladeshi Wikimedians
>>> <wikimedia-bd@lists.wikimedia.org>
>>> Cc: bangla_wiki@yahoogroups.com; Wikiphotos BdOSN <wikiphotos@bdosn.org>
>>> Sent: Tue, November 23, 2010 12:05:17 PM
>>> Subject: [Wikimedia-BD] এক সাথে প্রচুর সংখ্যক ছবি অনুদানের অনুমতিনামা
>>> ওটিআরএস-এ প্রদান করা সংক্রান্ত জটিলতা প্রসঙ্গে
>>>
>>> সুপ্রিয় উইকিপিডিয়ান ও শুভানুধ্যায়ীদের অনেকে প্রায় সময়ই বলে থাকেন যে,
>>> তাঁদের বন্ধু, সহকর্মী, বা পরিচিতদের অনেকেই উইকিমিডিয়া কমন্সে ছবি অনুদানে
>>> অাগ্রহী। তাঁদের মধ্যে অনেকের প্রচুর পরিমাণে (শত শত বা হাজার হাজার) ছবি
>>> রয়েছে, যা তাঁদের নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে আপলোড করে ই-মেইল করা
>>> কষ্টসাধ্য। আমাদের বেশকিছু স্বেচ্ছাসেবী নিজেদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে
>>> সেগুলো আপলোড করতে ইচ্ছুক, কিন্তু কীভাবে এতো ছবির অনুমতি নামা ওটিআরএস-এ
>>> সুষ্ঠভাবে একটি ইমেইলের মাধ্যমে পাঠানো সম্ভব, তা নিয়ে জটিলতার ও
>>> দ্বিধাদ্বন্দের স্বীকার হন। এ ব্যাপারটির দ্বিধাদ্বন্দ কাটানো ও সহজ করাই আমার
>>> এই ইমেইলের উদ্দেশ্য।
>>>
>>> যাঁরা, সিডি/ডিভিডি বা পেনড্রাইভের মাধ্যমে প্রচুর সংখ্যক ছবি অনুদান করতে
>>> ইচ্ছুক, তাঁরা সিডি/ডিভিডি বা পেনড্রাইভে থাকা সকল ছবির একটি তালিকা বিধিসম্মত
>>> উপায়ে তৈরি করে তা ছবির স্বত্বাধিকারীর নির্দিষ্ট লাইসেন্সে অনুমতি প্রদানের
>>> ভাষ্যসহ প্রিন্ট করবেন। এরপর নির্দিষ্ট স্থানে স্বত্বাধিকারীর স্বাক্ষর নেবেন,
>>> এবং পাতাগুলো (হার্ড কপি) স্ক্যান করবেন। এরপর ছবিগুলো আপলোড করার পর ছবির
>>> লিংকগুলো যখন ওটিআরএস-এ প্রদান করবেন, তখন শুধুমাত্র অনুমতি নামার ঐ স্ক্যান
>>> ইমেজটি অ্যাট্যাচমেন্ট হিসেবে পাঠিয়ে দেবেন। সেই সাথে মেইলে অ্যাটাচমেন্টটির
>>> কথা উল্লেখ করবেন যেনো, ওটিআরএস মেম্বার অ্যাটাচমেন্টটি দেখে ছবিগুলো যাচাই
>>> করতে পারেন।
>>>
>>> এখানে যে ব্যাপারগুলোর ব্যাপারে প্রশ্ন থেকে যায়, তা হচ্ছে, ছবির
>>> সিডি/ডিভিডি বা পেনড্রাইভে যে নামে ছবি থাকবে, আপলোডের সময় তো নামটা
>>> পরিবর্তনও হতে পারে। হ্যাঁ, এটা ঠিক, তাই নিশ্চিত করার স্বার্থে আমরা প্রতিটি
>>> ছবির একটি ফিঙ্গারপ্রিন্ট বা এমডিফাইভ হ্যাশ জেনারেট করবো, যা প্রত্যেকটি
>>> ছবিকে স্বতন্ত্র পরিচয় দেবে। এই আইডি কীভাবে জেনারেট করবেন, তা এখন আমি বর্ণনা
>>> করছি।
>>>
>>> প্রথমে লিনাক্স/ইউনিক্স ব্যবহারকারীদের জন্য, কারণ এই মাধ্যমেই এটা সবচেয়ে
>>> সহজ হবে। কোনো বাড়তি সফটওয়্যার ইন্সটলের প্রয়োজন নেই!
>>>
>>> সিডি/ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করান
>>> টার্মিনালে যান
>>> cd কমান্ডের মাধ্যমে সিডি/ডিভিডি বা পেনড্রাইভের নির্দিষ্ট লোকেশনে যান।
>>> সচরাচর এর জন্য কমান্ডটি হবে cd /media/ এবং এরপর আপনার সিডি/ডিভিডি বা
>>> পেনড্রাইভের নাম। উদাহরণস্বরূপ নাম যদি হয় karim তবে লোকেশন হবে, cd
>>> /media/karim এরকম। নামে স্পেসসহ শব্দ থাকলে স্পেসের আগে \ (ব্যাকস্ল্যাশ)
>>> বসিয়ে স্পেস দিন। যেমন: karim hossain নাম হলে, cd /media/karim\ hossain লিখতে
>>> হবে। নাম কেস সেন্সিটিভ, তাই ছোট বা বড় যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। যদি
>>> সিডি/ডিভিডিতে একাধিক ফোল্ডার থাকে তবে সেগুলোর জন্য আবারও cd কমান্ড
>>> অ্যাপ্লাই করতে হবে। যেমন karim নামের সিডি ভেতরে যদি একটা ফোল্ডার থাকে rahim
>>> নামে, তবে cd /media/karim কমান্ডের পর cd rahim লিখে এন্টার দিতে হবে। চাইলে
>>> সরাসরি cd /media/karim/rahim এভাবেও লিখতে পারেন।
>>> এরপর লিখুন md5sum *
>>> ব্যস, স্বয়ংক্রিয়ভাবে ছবির নাম ও ফিঙ্গারপ্রিন্ট জেনারেট করা শুরু হচ্ছে
>>> কাজ শেষ হলে লিস্টটা কপি করে পেস্ট করুন ফর্মের (কোন ফর্ম? নিচে দেখুন)
>>> নির্দিষ্ট স্থানে। এবার সেভ করুন; অতঃপর প্রিন্ট করুন
>>>
>>> এবার উইন্ডোজে এই লিস্ট জেনারেটের উপায়:
>>>
>>> প্রথমেই আপনাকে উইন্ডোজের জন্য এমডিফাইভ সাম জেনারেটর সফটওয়্যার ডাউনলোড
>>> করে নিতে হবে। আপনি এই লিংক থেকে, এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। আমি
>>> যে পদ্ধতি বলছি, তা এঁদের সফটওয়্যারের ইন্টারফেস অনুসারেই বিবৃত। ফাইলটির সাইজ
>>> মাত্র ৪৬৩ কিলোবাইট।
>>> ফাইলটি আনজিপ করুন। md5summer.exe নামের একটি ফাইল আসবে, ঐটিতে ক্লিক করুন।
>>> একটি ডি-বক্স আসবে, সেখান থেকে আপনার সিডি/ডিভিডি বা পেনড্রাইভের লোকেশন
>>> দেখিয়ে দিন
>>> বক্সটির নিচে দেখবেন চেকসাম টাইপ MD5 করা আছে, না থাকলে করে নিন ও Create
>>> sums-এ ক্লিক করুন
>>> আরেকটি ডি-বক্স আসবে। সেখানে বাম পাশের কলামে আপনার সিলেক্ট করা ডিরেক্টরিতে
>>> থাকা ফাইলগুলোর নাম দেখাবে।
>>> এবার নিচে থাকা Select all-এ ক্লিক করুন, সবগুলো ফাইল সিলেক্ট হলে Add-এ
>>> ক্লিক করুন।
>>> দেখবেন সবগুলো ফাইল ডান পাশের কলামে চলে গেছে এবার OK-তে ক্লিক করুন।
>>> নতুন উইন্ডোতে ফিঙ্গারপ্রিন্ট বা এমডিফাইভ হ্যাশ জেনারেট করা শুরু হবে।
>>> জেনারেট করার প্রক্রিয়া শেষ হলে সেভ করার অপশন আসবে, না আসলে ঐ উইন্ডো
>>> থেকেই Save-এ ক্লিক করুন
>>> ফাইলের নাম নাম ও সেভের লোকেশন দিন, এরপর Save as type-এর জন্য নির্বাচন
>>> করুন Text files (*.txt)
>>> কাজ শেষ। এইবার যেখানে সেভ হলো সেখান থেকে শুধু লিস্টটা কপি করুন ও ফর্মের
>>> নির্ধারিত জায়গায় পেস্ট করে দিন
>>>
>>> এখানে একটি ব্যাপার বলি, যেহেতু আপনি প্রিন্ট করছেন, তাই লে-আউটটা একটু
>>> সুন্দর ও বিবরণমূলক হলে, তা ওটিআরএস মেম্বারের জন্য সুবিধাজনক। সে জন্য আমি
>>> একটি মোডিফায়েড লে-আউট তৈরি করেছি, যা ডকুমেন্ট ফরম্যাটে এই ইমেইলের সাথে
>>> অ্যাটাচমেন্ট হিসেবে আছে। অাপনাদেরকে ঐ লেআউটটি ব্যবহার করে অনুমতিনামা তৈরির
>>> অনুরোধ। ফর্মটি করা হয়েছে এফোর সাইজের কাগজে। ফর্মটি দুই পাতার, প্রথম পাতাটি
>>> অবশ্যই প্রিন্ট করবেন। যদি লিস্ট একাধিক পাতায় যায়, তবে দ্বিতীয় পাতায় যেভাবে
>>> দেওয়া আছে, পরবর্তী সকল পাতায় সেভাবে স্বত্বাধিকারীর নাম, স্বাক্ষর, তারিখ, ও
>>> ই-মেইল ঠিকানা যুক্ত করা আবশ্যক। ফর্মটি এই ই-মেইলের সাথে দেওয়ার আরেকটি
>>> উদ্দেশ্য হলো, যাতে শুধু ভলান্টিয়ারদের কাছে এসে নয়, বরং সম্মানিত দাতাগণ
>>> নিজেরাও যাতে ছবির ফর্মটি তৈরি করে স্বাক্ষরসহ নিয়ে আসতে পারেন।
>>>
>>> আপলোডারের উদ্দেশ্যে: যখন ওটিআরএস-এর কাছে পাঠানো ই-মেইলে কমন্সের
>>> আপলোডকৃত পাতার লিংক যুক্ত করবেন, তখন লিংকের পাশে ঐ ফর্ম থেকে ঐ আপলোডকৃত
>>> চিত্রের নামটিও উল্লেখ করে দিতে হবে (ফিঙ্গারপ্রিন্ট নয়, বরং তার পাশে থাকা
>>> চিত্রের নাম) যেনো যাচাই করার জন্য ওটিআরএস মেম্বার চিত্রটি খুঁজে পান।
>>> ব্যাপারটি হতে পারে অনেকটা এরকম:
>>>
>>> Photographer gave consent (see attachment). Original file names are in
>>> brackets.
>>>
>>> * http://commons.wikimedia.org/wiki/File:Example.jpg - (Something.jpg)
>>>
>>> আশা করছি বাল্ক অ্যামাউন্টের ছবি ডোনেশন নিতে ও অনুমতি নামা সুন্দরভাবে
>>> প্রদানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যে-কোনো জিজ্ঞাসায় এই থ্রেডে বা
>>> ই-মেইলে আমায় প্রশ্ন করতে পারেন। এছাড়া নির্দিষ্ট কোনো স্থানে ক্যাম্পেইন
>>> আয়োজন করলে (হতে পারে সামনের উইকিমিটআপেই) আমি তা হাতেকলমে দেখিয়ে দিতে
>>> পারবো। সবাইকে ধন্যবাদ।
>>>
>>>
>>> তানভির
>>>
>>> পুনশ্চ: আপনারা চাইলে এই ই-মেইলটির মূল কথা আরও সহজভাবে লিখে বা ছবি
>>> টিউটোরিয়ালের মাধ্যমে তা নিজস্ব ব্লগ বা ওয়েবসাইটে ছড়িয়ে দিতে পারেন। অথবা
>>> আমাদের মেইলিং লিস্ট থেকে সরাসরি এই থ্রেড/মেইলটির লিংকও প্রদান করতে পারেন।
>>>
>>>
>>> _______________________________________________
>>> Wikimedia-BD mailing list
>>> Wikimedia-BD@lists.wikimedia.org
>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>>
>>
>>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> Wikimedia-BD@lists.wikimedia.org
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>
>
>
> --
> Munir Hasan
> General Secretary
> Bangladesh Open Source Network
> Jamil Sarwar Trust,
> 278/3 Elephant Road (3rd floor), Dhaka
> http://www.bdosn.org
> Blog : http://www.somewhereinblog.net/blog/munirhasan
> "The best way to predict the future is to invent it."--Alan Kay
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
Belayet Hossain
http://www.facebook.com/bellayet
Knowledge is universal
...so share it.
Hillel____
If I am not for myself, who will be for me?
If I am only for myself, what am I?
If not now, when?
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--------------------------
Siraj Shahjahan
Director, Machizo Multimedia Communication
House- 35, Flat-D5, Road-12 A ( new ), Dhanmondi R/A, Dhaka - 1209, Bangladesh
E: siraj@machizo.com , M: + 88-01715212204 P:+88-02-9119846
Skype: sirajtps | Social Network: sirajdhaka | http://www.machizo.com
Web Multimedia | Local Content | Audio Visuals | ICT4D | Social Media & Journalism
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
--
Nasir Khan Saikat
~~ নাসির খান সৈকত ~~
find me at
my photos
my contribution
_______________________________________________
Wikimedia-BD mailing list
Wikimedia-BD@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd