প্রিয় সূধী,

আপনারা জানেন Wikipedia, Wikimedia Foundation এবং এর সহ-প্রকল্পগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ঘোষণা, বিশ্লেষণ এবং সংবাদ নিয়ে একটি কমিউনিটি সংবাদপত্র প্রকাশিত হয় যার নাম The Signpost. [1] The Signpost এর সাম্প্রতিক সংখ্যায় (ভলিউম ১০, সংখ্যা ২৩) উইকিমিডিয়া বাংলাদেশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। "Wikimedia Bangladesh: a chapter's five-year journey" শীর্ষক এই প্রতিবেদনে উঠে এসেছে উইকিমিডিয়া বাংলাদেশের শুরুর চিন্তা, দীর্ঘ নিবন্ধন প্রক্রিয়া, দীর্ঘ সময় ধৈর্য্য ধরে অপেক্ষায় থাকাসহ না না দিক উঠে এসেছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনটি পড়া যাবে এই লিংক থেকে - https://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Signpost/2014-06-18/Special_report


Ref:
----
1. https://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Signpost/About

---
Shabab Mustafa