দুঃখজন হলেও সত্যি যে, বেশকিছু সদস্যকে এই লিস্টে তাঁদের ইচ্ছার বিপরীতে যোগ করা হয়েছে। ফলশ্রুতিতে তাঁরা প্রায়ই এই লিস্ট থেকে কীভাবে আনসাবস্ক্রাইব করবেন, বা কীভাবে এ ধরনের ই-মেইল আসা বন্ধ করবেন তা জানতে চেয়ে বিভিন্ন ই-মেইল থ্রেডে প্রশ্ন রাখছেন। এই ই-মেইলগুলো যেহেতু বিষয় সংশ্লিষ্ট নয়, তাই এগুলো ঐ বিষয়ের আলোচনার মোড় ঘুরিয়ে দিচ্ছে, যা আমাদের কারও কাম্য নয়। তবে যাঁরা এই লিস্টে থাকতে চান না, তাঁদেরকে জোর করে রাখাও আমাদের ইচ্ছে নয়। তাই আমি কীভাবে এই লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করবেন তাঁর নিয়মটি উল্লেখ করছি।
উপায় ১:
- wikimedia-bd-leave@lists.wikimedia.org ঠিকানায় একটি ই-মেইল পাঠান। ই-মেইলের সাবজেক্ট এবং মূল ই-মেইলে আপনার যা খুশি তাই লিখতে পারেন, এটির কোনো গুরুত্ব নেই।
- ই-মেইলটি পাঠানোর পর আপনার অ্যাকশনের কনফার্মেশন চেয়ে একটি ই-মেইল আসবে। ঐ ই-মেইলটি পড়ে কনফার্মেশন লিংকে ক্লিক করুন।
উপায় ২:
- https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd পাতায় যান।
- "Wikimedia-BD Subscribers" নামক সেকশনটি খুঁজে বের করুন
- "To unsubscribe from Wikimedia-BD, get a password reminder, or change your subscription options enter your subscription email address:" লেখার নিচের বক্সটিতে আপনার সাবস্ক্রাইব করার ই-মেইল অ্যাড্রেসটি লিখুন, এবং "Unsubscribe or edit options" বাটনে ক্লিক করুন।
- এর পর যে পাতাটি আসবে তার "Unsubscribe" অংশের নিচে "Unsubscribe" লেখা বাটনে ক্লিক করুন।
- যথারীতি এরপর আপনার অ্যাকশনের কনফার্মেশন চেয়ে একটি ই-মেইল আসবে। ঐ ই-মেইলটি পড়ে সঠিক কনফার্মেশন লিংকটিতে ক্লিক করুন।
উপায় ৩:
- ওপরের কোনোটিই আপনি করতে না পারলে, এই থ্রেডে লিস্ট থেকে আনসাবস্ক্রাইব করার ইচ্ছা প্রকাশ করে বার্তা রাখুন। আশা করা যায়, শীঘ্রই লিস্ট অ্যাডমিন আপনার ই-মেইল ঠিকানাটি সাবস্ক্রাইবার লিস্ট থেকে অপসারণ করবেন।
আপনাদের বিরক্তির জন্য, লিস্ট অ্যাডমিনের পক্ষ থেকে আবারও দুঃখপ্রকাশ করছি।
তানভির
--
Tanvir Rahman
[[User:Wikitanvir]]
http://bit.ly/wikitanvir