দারুণ খবর, রীয়াদ ভাই।তানভির
বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এখানে উল্লেখ্য, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষায়ও উইকপিডিয়ার বিষয়বস্তু অনুবাদ করে উন্নয়ন করা সম্ভব। যদি কেউ আগ্রহী হন তবে তিনি বা তারা সে বিষয়ে কাজও করতে পারেন। এটি ভাষাটির প্রচার ও প্রসারে ভূমিকা রাখবে। উইকিমিডিয়া ইনকিউবেটরে বাংলাদেশের সর্ববৃহৎ আদিবাসী গোষ্ঠী চাকমাদের ভাষার উইকিটি পাওয়া যাবে এখানে: https://incubator.wikimedia.org/wiki/Wp/ccp/Main_Page । এছাড়ও অন্য কিছু আদিবাসী ভাষার উইকিপিডিয়া ইনকিউবেটরে রয়েছে। পর্যাপ্ত কন্টেন্ট পাওয়া গেলে উইকিপিডিয়াগুলোর নিজস্ব ডোমেইন প্রাপ্তির ব্যাপারে উইকিমিডিয়া বাংলাদেশ সাহায্য করতে পারবে।
_______________________________________________
Wikimedia-BD-Internal mailing list
Wikimedia-BD-Internal@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd-internal