সুধী,

সকল বাংলা উইকিমিডিয়া সম্পাদকদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই।
 
আপনারা নিশ্চয় অবগত যে উইকিমিডিয়া উইকিমিট ভারত ২০২১ নামক একটি অনলাইন ইভেন্ট চলছে।
বিস্তারিত অনুষ্ঠানসূচী দেখুন এখানে - https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Program

ভাষা বিষয়ক উইকিমিডিয়া কার্যকলাপ নিয়ে আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেশ কয়েকজন অভিজ্ঞ উইকিমিডিয়ান বক্তব্য রাখবেন।

অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য রাখবেন উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি জনাব শাবাব মুস্তফা
  • রাত ৮ঃ৩০ ভারতীয় সময় / ৯ঃ০০ বাংলাদেশ সময় - International Mother Language Day - The love for Language and a sound of silence
আগ্রহী ব্যক্তিগণ এই লিঙ্ক অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নিতে নাম নথিভুক্ত করতে পারেন - https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Registration#Instant_registration

সম্পূর্ণ অনুষ্ঠান রেকর্ড করা হবে এবং উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হবে। তাই কেউ অনুষ্ঠানে অংশ নিতে না পারলেও পরে ভিডিও দেখে নিতে পারবেন।

ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব
উইকিমিডিয়া উইকিমিট ভারতের পক্ষ থেকে